বাংলার খবর
কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদহের কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি। মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হন স্থানীয় এক যুবক। আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছেন এক মাদক কারবারি। উদ্ধার হয়েছে সেভেন এমএম পিস্তল এবং ৪০০ গ্রাম ব্রাউন সুগার।
গুলিবিদ্ধ যুবক রাজীব শেখকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের তলপেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। ধৃত মাদক কারবারির নাম আসমাউল শেখ। তাঁর বাড়ি কালিয়াচকের কলেজ মোড় এলাকায়। আরও এক মাদক কারবারি পুলিশের অভিযানের সময় পালিয়ে যায়। গোপনসূত্রে মাদক কারবারের খবর পেয়ে পুলিশের দু’টি দল বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়।
সাদা পোশাকের পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত আসমাউল। পুলিশকর্মীরা রক্ষা পেলেও গুলি লাগে স্থানীয় যুবক রাজিব শেখের তলপেটে। পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে পাঠায়। পলাতক মাদক কারবারি খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।