কচ্ছপের মাংস বিক্রির চেষ্টা, বনদফতরের অভিযানে হল না শেষরক্ষা
Connect with us

বাংলার খবর

কচ্ছপের মাংস বিক্রির চেষ্টা, বনদফতরের অভিযানে হল না শেষরক্ষা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দু’হাজার টাকা কিলো দড়ে বিক্রি হচ্ছিল কচ্ছপের মাংস। খবর পেয়ে অভিযানে নামেন বনদফতরের আধিকারিকরা। ঘটনায় পলাতক অভিযুক্তরা। উদ্ধার প্রায় ২০ কেজি মাংস।

জানা গিয়েছে, শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কেজি কচ্ছপের মাংস উদ্ধার করল বনদফতর। এদিন বনদফতরের নাথুয়া রেঞ্জ এই অভিযান চালায়। তবে বনকর্মীদের আসতে দেখে মাংস ফেলে পালিয়ে যায় মাংস বিক্রেতা দুই যুবক।

আরও জানা গিয়েছ, ওই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অনারারি ওয়াইড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, ”আমাদের প্রাথমিক অনুমান এই কচ্ছপগুলি সম্ভবত ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরা হয়ছে। চড়া দামে বিক্রি করার চেষ্টা চলছিল। উদ্ধার করা মাংসগুলি নাথুয়া রেঞ্জে রাখা হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজ চলছে”।

Advertisement

আরও পড়ুন: বৃষ্টির জন্য বাতিল ট্রেন, ক্যাব বুক করে ছাত্রকে গন্তব্যে পৌঁছে দিল ভারতীয় রেল

অন্যদিকে, শুক্রবার কচ্ছপ পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ধর্মতলা থেকে ২ যুবককে গ্রেফতার করেন পুলিশ। অভিযোগ, দক্ষিণ ভারত থেকে কচ্ছপগুলি কলকাতায় আনা হয়েছিল। ওই কচ্ছপগুলি কলকাতায় এনে কাউকে বিক্রি করার ছক ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: পরকীয়ার জের, বৌয়ের কাটা মুন্ডু নিয়ে থানায় স্বামী

Advertisement

ঘটনায় ঐ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা তামিলনাড়ুর বাসিন্দা। বিদেশে পাচার করার উদ্দেশে কলকাতাকে সেফ করিডর করেছিল তারা। দক্ষিণ ভারত থেকে কচ্ছপ কলকাতায় কারও হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ।