দেশের খবর
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে শ্রদ্ধা জানাতে এবার ২৩ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবস উদযাপন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশকে গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় । ঠিক তার পর থেকে সারাদেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রত্যেক বছরের মতো এবারেও প্রজাতন্ত্র দিবসের উদযাপন যথেষ্ট সমারোহে হবে।
তবে খবর পাওয়া যাচ্ছে এবার বাড়তে চলেছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের দিন। প্রত্যেক বছর ২৪ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের উৎসবের আয়জন করা হতো। অর্থাৎ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনের পরেরদিন থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় সরকার এবার থেকে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের উৎসবের কার্যক্রম শুরু করতে চলেছে। এর আগে ২৩ জানুয়ারি সারাদেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালন করা হত। কিন্তু এবার প্রজাতন্ত্র দিবসের সঙ্গে যুক্ত হতে চলেছে নেতাজি সুভাসচন্দ্র বসুর জন্মদিন।
ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি স্মরণ এবং উদযাপন করার লক্ষ্যেই মোদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ এ ছারাও দেশের ইতিহাস এবং দেশের সংস্কৃতির কথা মাথায় রেখে বেশ কয়েকটি দিন নতুন করে ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১৪ অগাস্ট দেশভাগের জন্য স্মৃতি দিবস হিসেবে পালন করতে চায় কেন্দ্র। ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালিত হবে। ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালিত হবে। এবং ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হবে।