মাস্টারের বাড়ি চুরি করতে এসে বাজার করার টাকা রেখে গেলেন 'সহৃদয়' চোর!
Connect with us

বাংলার খবর

মাস্টারের বাড়ি চুরি করতে এসে বাজার করার টাকা রেখে গেলেন ‘সহৃদয়’ চোর!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চুরির টাকা থেকে বাজার করার টাকা রেখে দিয়ে গেল চোর। এমনকি প্রাক্তন প্রধান শিক্ষককের পা ছুঁয়ে প্রণাম করে গেল দুই চোর। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজ আবাসনের প্রাক্তন প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়ের বাড়িতে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ফরাক্কা ব্যারেজ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও তার ভাই খাওয়া দাওয়া করে বাড়িতে বসে ছিলেন। সেই সময় ঘরের দরজাও খোলা ছিল। হঠাৎ দুই যুবক হাতে হাসুয়া ও ভোজালি নিয়ে তার ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ।

অভিযোগ, চোরেরা তাঁদের দুই ভাইয়ের গলায় ধারালো অস্ত্র ধরে হিন্দী ভাষায় বলে, ‘ক্যায় ক্যায় হে সব দিজিয়ে”। প্রাক্তন প্রধান শিক্ষকের ভাই বাধা দিতে গেলে তাঁকে ঘরের শৌচালয়ের ভিতরে আটকে দেয় চোরেরা।

Advertisement

আরও পড়ুন: দার্জিলিঙে কফি হাউজের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী গাইলেন রবীন্দ্র সংগী

প্রাক্তন ঐ প্রধান শিক্ষিক তখন আত্মরক্ষার ভয়ে আলমারি থেকে ১৫ হাজার টাকা বের করে দেন। তারপর দুই চোর বাড়ির সব জায়গায় খোঁজা খুঁজি করে দুটি মোবাইল নিয়ে নেই। চুরি করে বেরনোর সময় চোরেদের মধ্যে একজন প্রাক্তন প্রধান শিক্ষককে পা ছুঁয়ে প্রণাম করে। তখন প্রাক্তন প্রধান শিক্ষক তাদেরকে বলে যদি কিছু বাজার করা টাকা দাও তো ভাল হয়। তখন চুরির টাকা থেকে ২০০ টাকা এবং একটি মোবাইল ফেরত দিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ফারাক্কা ব্যারেজ আবাসনের। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ।

আরও পড়ুন: ‘দখল নয়, পাহাড়কে ভালোবাসতে এসেছি’ : মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

প্রাক্তন প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায় ক্ষোভ প্রকাশ করে জানান,’ফরাক্কা ব্যারেজ আবাসনে এই ধরনের ঘটনায় তিনি আতঙ্কিত। যেখানে ফারাক্কা ব্যারেজ প্রযুক্তির মধ্যে প্রচুর পরিমাণে সিআইএসএফ নিযুক্ত থাকে এছাড়াও ফরাক্কা থানা তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে। অথচ এই ধরণের ঘটনা ঘটছে। এই বিষয়ে ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।