বাংলায় বাড়ছে সংক্রমণের দাপট, মালদহে করোনায় মৃত্যু ১
Connect with us

বাংলার খবর

বাংলায় বাড়ছে সংক্রমণের দাপট, মালদহে করোনায় মৃত্যু ১

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের রাজ্যে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। এবার করোনায় মৃত্যু হল এক ব্যক্তির। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে মৃত্যু হয়েছে ওই করোনা আক্রান্ত ব্যক্তির।

জানা গিয়েছে, সোমবার সকালে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত ব্যক্তির দেহ। এদিকে করোনা রোগীর মৃত্যুতে মালদহ জেলাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল আরও একজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে জেলায়। সোমবার নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছেন। মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদহ জেলায় মোট ৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল।

Advertisement

আরও পড়ুন: হাতির হামলায় স্বামীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্ত্রী

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ভিআরডিএল ল্যাবে। তাঁদের মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকি প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে মালদহ জেলা স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: বেকারেরশ্বর বাবার মন্দিরের চায়ের দোকানে কাজ করলেই মেলে চাকরি!

Advertisement

উল্লেখ্য, মালদহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একেবারেই কমে গিয়েছিল। যার জেরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে করানো ওয়ার্ডের বেড সংখ্যাও কমানো হয়। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করোনা বেড রয়েছে বলে জানা গিয়েছে।