রাজনীতি
মুলায়ম পুত্রবধূ অপর্ণা যাবদকে প্রার্থী করল না বিজেপি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সারা দেশের মানুষের নজর রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন উত্তরপ্রদেশ যার দিল্লি তার। সুতরাং সব রাজনৈতিক দল পাখির চোখ করেছে উত্তর প্রদেশে।
আর এই নির্বাচনের আগে শুরু হয়েছে দলবদল। নির্বাচনের আগেই সমাজবাদী পার্টিকে বড় ধাক্কা দিয়েছে বিজেপি। কারণ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। কিন্তু ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েও আশা পূরণ হল না অপর্ণা যাদবের। কারণ বিজেপির টিকিট তাঁর ভাগ্যে এল না। উত্তরপ্রদেশের লখনৌ ক্যান্টনমেন্ট কেন্দ্রের প্রার্থী হিসেবে অপর্ণা যাদবের নাম উঠে এসেছিল।
কিন্তু দেখা গেল, শেষ পর্যন্ত বিজেপি তাঁদের শক্ত ঘাঁটিতে আবার জয় পেতে ভরসা রেখেছে রাজ্যের মন্ত্রী ব্রীজেশ পাঠকের উপরই। তাঁকেই লখনৌ ক্যান্টনমেন্টের প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। তবে বিশেষজ্ঞদের মতে, ভোটের আবহে একাধিক সমীকরণ দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে। সেক্ষেত্রে টিকিট না মেলায় আবার কোনও নতুন সমীকরণ প্রকাশ্যে আসে কিনা সেটাই দেখার।