বাংলার খবর
নির্দল প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান ফিরহাদ হাকিমের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভায় নির্বাচন। এই নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই গোষ্ঠী কোন্দল ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। প্রার্থী নিয়ে অসন্তোষে বিভিন্ন জায়গায় দলের কর্মীরাই টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ করেছেন।
এরপর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে দল। পরিস্থিতি সামাল দিতে শীর্ষ নেতৃত্বদেরকে মিটিং করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে এক হয়ে সহজাতভাবে কাজ করার নির্দেশ দেন। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধদের নির্দল প্রার্থী হতে দেখা গিয়েছে। এবার সেই নির্দল প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পৌরসভা নির্বাচনের জন্য প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন ফিরহাদ।
মঙ্গলবার মালদায় দলের প্রার্থীদের নিয়ে মিটিং করেন তিনি। বুধবার কালিয়াগঞ্জে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেন তিনি। সেখানে তিনি সমস্ত নির্দল প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘রাগ অভিমান থাকবে। যারা টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছেন, তাদের অনুরোধ করছি, ফিরে আসুন। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করুন।’ সুতরাং বোঝাই যাচ্ছে নির্দল প্রার্থীদের নিয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট বিরম্বনার পড়েছে। আর সেই কারণেই ফিরহাদ হাকিম এই রকম অনুরোধ করেছেন।