রাজ্য মেধা তালিকার প্রথম দশে থাকা ২১ জনই একই স্কুলের ছাত্র, এত সংখ্যক পড়ুয়ার সাফল্যের রহস্য ফাঁস করলেন প্রধান শিক্ষক
Connect with us

বাংলার খবর

রাজ্য মেধা তালিকার প্রথম দশে থাকা ২১ জনই একই স্কুলের ছাত্র, এত সংখ্যক পড়ুয়ার সাফল্যের রহস্য ফাঁস করলেন প্রধান শিক্ষক

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকে জেলায়-জেলায় জয়জয়াকার। সাফল্যের নিরিখে সবথেকে বেশি এগিয়ে রয়েছে বাংলার ৭ জেলা। করোনা অতিমারি কাটিয়ে টানা দু’বছর পর ঐতিহাসিক ভাবে এই প্রথম হোম সেন্টারেই হয়েছিল এ-বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। কৃতি এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৭।

শুধু সায়নদীপ নয়, রাজ্য মেধা তালিকায় প্রথম দশে থাকা ২৭২ জন কৃতি পড়ুয়াদের মধ্যে ২১ জন ছাত্র-ছাত্রীই পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের (Jalchak Nateswari Netaji Vidyayatan) পড়ুয়া। একজন, দু’জন নয়, একসঙ্গে ২১ জন পড়ুয়ার মেধা তালিকায় নাম ওঠায় স্বাভাবিক ভাবেই খুশিতে ডগমগ স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। কী ভাবে একসঙ্গে এতসংখ্যক পড়ুয়ার সাফল্য মিলল? এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের শিক্ষকেরা আলাদাভাবে ছাত্রদের বিশেষ ক্লাস নিতেন। বিজ্ঞান বিভাগের উপর বিশেষ জোর দেওয়া হত।” শিক্ষকদের এই বিশেষ প্রস্তুতির জন্যই জলচক নটেশ্বরী বিদ্যায়তনের একঝাঁক ছাত্র আজ উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় বলে জানালেন জলচক নটেশ্বরী বিদ্যায়তনের প্রধান শিক্ষক।

Advertisement

আরও পড়ুন: নুন আনতে পান্তা ফুরানোর সংসারে উচ্চ মাধ্যমিকে পঞ্চম ছেলে, উচ্চ শিক্ষার চিন্তায় অথৈ জলে পরিবার

শুক্রবার সকালে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই জয়জয়কার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পিংলা থানার জলচক নটেশ্বরী বিদ্যায়তনের। জলচক হাইস্কুলের ছাত্র সায়নদীপ সামন্ত দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। এছাড়া স্কুলের আরও একঝাঁক কৃতি উঠে এসেছে প্রথম দশের মেধা তালিকায়। স্বভাবতই খুশির জোয়ার নেমেছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ছাত্র থেকে শিক্ষকদের মধ্যে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে দশে-দশ, একনজরে দেখে নিন জেলার কৃতীদের তালিকা

Advertisement

জলচক নটেশ্বরী বিদ্যায়তনের (Jalchak Nateswari Netaji Vidyayatan) কৃতি ছাত্রদের মধ্যে সায়নদীপ সামন্ত ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়া ৪৯৬ নম্বর পেয়ে যৌথ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পরিচিতা পারি। ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানের তালিকায় উঠে এসেছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের তিন কৃতি, সৌম্যদীপ মণ্ডল, প্রিতম মিদ্যা ও কিংশুক রায়। পঞ্চম স্থানে এই স্কুলের কেউ না থাকলেও ৪৯৩ নম্বর পেয়ে যৌথভাবে ষষ্ঠ হয়েছে শ্রীকৃষ্ণ সামন্ত। ৪৯২ নম্বর পেয়ে যৌথ সপ্তম স্থানে এই স্কুলেরব পিঙ্কি খাতুন, শান্তনু পাল এবং প্রতীক মণ্ডল উঠে এসেছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.