বাংলার খবর
অলিচিকি ভাষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মেধা তালিকায় দশম স্থানে বাঁকুড়ার সিলি টুডু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাঁওতালি মাধ্যমে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে বাঁকুড়ার সিলি টুডু। ভবিষ্যতে সাঁওতালি ভাষার গবেষক হওয়ার ইচ্ছা তাঁর।
জানা গিয়েছে, সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের সিলি টুডু। একই সঙ্গে সে রাজ্যের মেধা তালিকায় দশম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। সিলির বাড়ি রানীবাঁধ ব্লকের ধারকেডি গ্রামে। বাবা পরিমল টুডু গ্রামেই পানের গুমটি চালান।
মাধ্যমিকের ফল তেমন ভালো না হওয়ায় পড়াশুনার প্রতি জেদ বেড়ে গিয়েছিল সিলির। উচ্চ মাধ্যমিকে সকলকে টপকে সে যে উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় ও অলচিকি হরফের পরীক্ষার্থীদের মধ্যে রাজ্যে একেবারে প্রথম হবে তা নিজেও ভাবতে পারেনি সিলি।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে দশে-দশ, একনজরে দেখে নিন জেলার কৃতীদের তালিকা
নিজের ফলাফল শুনে উচ্ছসিত সিলি টুডু। আগামী দিনে সাঁওতালি নিয়ে লেখাপড়া করে গবেষক হতে চায় সিলি টুডু।
উল্লেখ্য,আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। মাত্র ৪৪ দিনের মাথায় প্রকাশিত ফলে পাসের হারে মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকেও জেলায়-জেলায় জয়জয়াকার।
আরও পড়ুন: নুন আনতে পান্তা ফুরানোর সংসারে উচ্চ মাধ্যমিকে পঞ্চম ছেলে, উচ্চ শিক্ষার চিন্তায় অথৈ জলে পরিবার
এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। প্রথাগত শিক্ষা নয় ভবিষ্যতে অসহায় আর্ত পথশিশুদের জন্য কাজ করতে ইচ্ছুক অদিশা। এ বছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জলচক নাটেশ্বরী বিদ্যালয়ের ছাত্র সে। এই স্কুল থেকে আরও বেশ কয়েকজন রাজ্য মেধা তালিকায় নাম তুলেছে।