বাংলার খবর
নুন আনতে পান্তা ফুরানোর সংসারে উচ্চ মাধ্যমিকে পঞ্চম ছেলে, উচ্চ শিক্ষার চিন্তায় অথৈ জলে পরিবার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নুন আনতে পান্তা ফুরোয় সংসারে। ঝুপড়িতে থেকে উচ্চ মাধ্যমিকে সাফল্য চন্দ্র মণ্ডলের। উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে হুগলির হরিপালের চন্দ্র মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৪৯৪।
হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের বাণিজ্য বিভাগের ছাত্র চন্দ্র মণ্ডল। বাবা দীনেশ মন্ডল পেশায় রাজমিস্ত্রি। হরিপালের খামারগাছি এলাকার রেল লাইনের পাশে ঝুপড়িতে থাকেন চন্দ্র। বাবা রাজ মিস্ত্রির কাজ করে কোনও মতে সংসার চালান। চন্দ্র জানায় ভবিষ্যতে চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায় সে।
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। ছেলের সাফল্য এদিন কেঁদে ফেললেন বাবা দীনেশ মন্ডল। আগামী দিনে কিভাবে পড়াশোনা চালাবে সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে চন্দ্রের মাথায়।
আরও পড়ুন: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুর শর্মার গ্রেফতারির দাবি জানিয়ে টুইট মমতার
উচ্চ শিক্ষার পথে বাধা অর্থ। তাই ভালো ফল করেও দুশ্চিন্তায় পরিবার। ভালো শিক্ষক জোটেনি। স্কুলের শিক্ষকরা সাহায্য করেছেন আর একজন অ্যাকাউনটেন্সি দেখিয়ে দিতেন।এছাড়া নিজের চেষ্টায় এই সাফল্য পেয়েছে চন্দ্র।
আরও পড়ুন: পার্কসার্কাসে প্রকাশ্যে চলল গুলি! কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
মা কনক মন্ডল বলেন, ”ছেলের খুব পড়ার ইচ্ছা কিন্তু আমরা পড়াতে পারব কিনা জানি না।সরকার সাহায্য করলে হয়ত ওর সাধ পূরণ হবে। আমাদের যা অবস্থা তাতে এত খরচ কি করে করব।”