হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিদ্যাসাগরের হেরিটেজ হাউস, প্রশ্নের মুখে ঠিকাদার সংস্থা
Connect with us

বাংলার খবর

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিদ্যাসাগরের হেরিটেজ হাউস, প্রশ্নের মুখে ঠিকাদার সংস্থা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঠিকাদার সংস্থার অপরিকল্পিতভাবে কাজের জন্যই কী সংস্কারের চলাকালীন বীরসিংহে হুড়মুড়িয়ে ভেঙে গেল মুখ্যমন্ত্রীর ঘোষিত বিদ্যাসাগরের ১৫০ বছরের প্রাচীন হেরিটেজ বিল্ডিং?

মুখ্যমন্ত্রীর ঘোষনার পর সংস্কারের কাজ শুরু হতে না হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত হেরিটেজ ভবনটি। আর এর পরেই শুরু হয়েছে জোর জল্পনা। ঠিকাদার সংস্থার অপরিকল্পিত কাজ নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে! আলোচনা শীর্ষে এখন পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রাম।

বিদ্যাসাগরের ১৫০ বছরের প্রাচীন হেরিটেজ বিল্ডিংটি কেন ভেঙে পড়ল হঠাৎ? ঘাটাল তথা রাজ্যজুড়ে এই চর্চা এখন তুঙ্গে। সোমবার সন্ধ্যায় ভেঙে পড়ে বাড়িটি। মঙ্গলবার সকালে ভাঙা বাড়ি পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক তথা বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির কর্মকর্তারা। সংস্কার চলাকালীন কী ভাবে প্রাকৃতিক বিপর্যয় ছাড়া হঠাৎ বাড়ি ভেঙে গেল তার তদন্তে নেমেছে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি।

Advertisement

আরও পড়ুন: তরুণ মজুমদারের প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি: মমতা বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যেই ভেঙে পড়ার কারণ হিসেবে সামনে এসেছে ঠিকাদারের অপরিকল্পিতভাবে চালিয়ে যাওয়া সংস্কারের কাজ। বিদ্যাসাগরের এই হেরিটেজ বিল্ডিং সংস্কার সহ অন্য আরেকটি নির্মাণ কাজের জন্য মোট বরাদ্দ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। হেরিটেজ বিল্ডিংটি ভেঙে পড়াই ঠিকাদার সংস্থার উপর বেজায় চটেছেন স্থানীয়রা।

তাঁরা জানাচ্ছেন, ঠিকাদার সংস্থা এই কাজের কিছুই জানেন না। অপরিকল্পিতভাবে এই কাজ করছিল ঠিকাদারের কর্মীরা। এই অপরিকল্পিতভাবে কাজ করার জন্যই এভাবে হেরিটেজ বিল্ডিংটি হঠাৎ ধসে পড়ল। শুধু তাই নয়, এর আগেও বিধ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিতর্ক ছড়িয়েছিল বাঁকুড়া জেলায় এবং কলকাতায়। সেই সময় ঘটনার প্রতিবাদে পথে নেমে ছিলেন বুদ্ধিজীবীরা। তারপরও বারে বারে সেই একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে স্বাভাবিক ভাবে এর সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

প্রসঙ্গত, বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদ্যাসাগরের সমস্ত স্মৃতিকে সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নিয়ে বীরসিংহকে আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছিল। তার মাঝেই ভেঙে পড়ল বিদ্যাসাগরের এই প্রাচীন বাড়িটি। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহ গ্রামে এসে এটিকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: না ফেরার দেশে তরুণ মজুমদার, শোকের ছায়া বিনোদন জগতে

মুখ্যমন্ত্রী যাওয়ার পরই সংরক্ষণের উদ্দেশ্যে শুরু হয়েছিল সংস্কারের কাজ। মঙ্গলবার ভেঙে পড়া বাড়ি পরিদর্শনে যান ঘাটালের মহকুমা শাসক তথা বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির সদস্য সুমন বিশ্বাস। ডেপুটি ম্যাজিস্ট্রেট সুলক প্রামানিক, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় প্রমুখ।

Advertisement