লোকসংস্কৃতি বাঁচাতে নিরন্তর লড়াই চালাচ্ছে মুন্ডা সম্প্রদায়
Connect with us

বাংলার খবর

লোকসংস্কৃতি বাঁচাতে নিরন্তর লড়াই চালাচ্ছে মুন্ডা সম্প্রদায়

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তালপাতা ও ত্রিপলের ছাউনির একচালা ঘরে নিজেদের ভাষা,শিক্ষা ও লোকসংস্কৃতি টিকিয়ে রাখার নিরন্তর লড়াই চালাচ্ছে মুন্ডা সম্প্রদায়

ভারতবর্ষে আদিবাসী মানুষগনের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মিলিত রূপ বা তালিকা যাদেরকে (ST) সম্প্রদায় বা জনজাতি নামে পরিচিত। ভারতবর্ষের জনজাতি সম্প্রদায়ের মধ্যে মুন্ডা জনজাতিও একটি সম্প্রদায়। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের পাশাপাশি ডেবরা ব্লকেও অগণিত বহু মুন্ডা সম্প্রদায়ের মানুষের বসবাস।

পিছিয়ে পড়া মুন্ডা সমাজের মানুষজন এখনও শিক্ষার ক্ষেত্রে আত্মসামাজিক উন্নয়ন এবং ভাষা ও নিজেদের ‘মুন্ডারী বাণী’ শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় চর্চা নিজেরাই লড়াই করে চালিয়ে যাচ্ছেন। দৈনন্দিন জীবনে বহু কষ্টে সংসার প্রতিপালন ও জীবন জীবিকার মধ্য দিয়ে।

Advertisement

মুন্ডা সম্প্রদায় প্রকৃতির গাছ জল পাহাড় ও গরাম মাতার পুজো অর্চনা করেন। পাথরকে দেব-দেবী রূপে ও গাছের তলায় হাতি ঘোড়ার পুজোর মধ্যে দিয়ে প্রকৃতি দেবী মাতার পুজো করেন মুন্ডা অধিবাসী সম্প্রদায় তাদের নিজস্ব গান, নৃত্য ধামসা মাদলের দ্বারা।

আরও পড়ুন: অতিমারি অতীত! পৌষ মেলার আয়োজনে সাহায্য চেয়ে মুখ্যসচিবকে চিঠি উপাচার্যের

তাঁদের নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য তালপাতার ছাউনি বা ত্রিপলের ছাউনির চালা ঘরের মধ্যে পড়াশোনা, ধর্মীয় চর্চা নিজেদের অভাব কষ্ট বা তাদের যে কোনও রকম সমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ‘ডেবরা ব্লক মন্ডা সমাজ কার্যালয়’ এর সভাপতি শশাঙ্ক শেখর সিং বলেন, “শিক্ষার ক্ষেত্রে মুন্ডাদের পিছিয়ে পড়ার কারণগুলোর মধ্যে প্রধান কারণ অপ্রতুল স্কুল ব্যবস্থা এবং তাদের নিজস্ব পারিবারিক ও ভাষাগত চর্চার নিরুৎসাহ প্রদান।বর্তমানে সামাজিক ও শিক্ষার পরিবর্তনে অনেক মিশে গেছে সমস্ত জনজাতির সাথে। আমাদের যে সাম্প্রদায়িক চেতনা, সেটা লোকসংস্কৃতির অবদান৷ আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতি আমাদের তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে৷ তাঁদের চর্চার ব্যবস্থা করতে হবে৷ তা না হলে আমরা জাগব কীভাবে? আমাদের সংস্কৃতি বাঁচাতে তাই এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি”।

আরও পড়ুন:  প্রধান শিক্ষকের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন অভিভাবক, উত্তেজনা এলাকায়

মুন্ডা সম্প্রদায় তাদের নিজেদের এই অস্তিত্ব ও লোক সংস্কৃতি বাঁচিয়ে রাখার নিরন্তর চেষ্টা করে চলেছে “ডেবরা ব্লক মন্ডা সমাজ কার্যালয়”। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দ্বারিকাপুর সংলগ্ন এলাকায় ত্রিপলের ছাউনি তাতে অসংখ্য ছিদ্র দিয়ে একটু একটু করে আশার আলো,নিজেদের বাঁচিয়ে রাখার আলো, নিজেদের শিক্ষা-সংস্কৃতি, টিকিয়ে রাখার জন্য রোজ একটু একটু করে যুদ্ধ চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকার দ্বারিকাপুরে তালপাতা ও ত্রিপলের ছাউনি দেওয়া ছোট্ট এই ঘরটি তার এক যেনো জ্বলন্ত উদাহরণ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.