উচ্চ মাধ্যমিকে দশে-দশ, একনজরে দেখে নিন জেলার কৃতীদের তালিকা
Connect with us

বাংলার খবর

উচ্চ মাধ্যমিকে দশে-দশ, একনজরে দেখে নিন জেলার কৃতীদের তালিকা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। মাত্র ৪৪ দিনের মাথায় প্রকাশিত ফলে পাসের হারে মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকেও জেলায়-জেলায় জয়জয়াকার।

এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। প্রথাগত শিক্ষা নয় ভবিষ্যতে অসহায় আর্ত পথশিশুদের জন্য কাজ করতে ইচ্ছুক অদিশা। এ বছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জলচক নাটেশ্বরী বিদ্যালয়ের ছাত্র সে। এই স্কুল থেকে আরও বেশ কয়েকজন রাজ্য মেধা তালিকায় নাম তুলেছে।

এ বার উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে মানকুণ্ডুর সোহম দাস। উচ্চ মাধ্যমিকের ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র সোহমের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার। সোহম জানিয়েছে, বম্বে বা দিল্লি আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়।

Advertisement

আরও পড়ুন: বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় বাংলার স্কুল, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

হুগলি জেলা থেকেই উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য চতুর্থ হয়েছে তিতলি বন্দ্যোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। র‍্যাঙ্ক আর নম্বর দেখে মোটেও বোঝার উপায় নেই যে তিতলি মোটেই পড়াশোনার পোকা নয়। বরং পড়াশোনার পাশপাশি যোগা, গান এবং নাচেও বেশ পারদর্শী এই মেয়ে। সারাদিন বই মুখে নিয়ে বসে থাকা নয়। বরং, পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই যোগা কিংবা নাচে মন দেয় তিতলি। সঙ্গে দরাজ গানের গলাও। নির্দিষ্ট কোনও সময়ও নেই পড়াশোনার। যখন যেটা করতে ইচ্ছে, সেটাই সে করে থাকে। এছাড়াও এই জেলা থেকে যুগ্মভাবে চতুর্থ হয়েছে আনন্দরূপা মুখোপাধ্যায়।
জাঙ্গীপাড়া রহিমপুর নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। অর্পিতা মন্ডল উচ্চমাধ্যমিকে সোনামুখী ব্লকের পাথরমোড়া উচ্চ বিদ্যালয় থেকে চতুর্থ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৫ ।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম হয়েছে খন্দকার মুসাইব নওয়াজ। চন্ডীতলা বাঁধপুর স্কুলের ছাত্র সে। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ফুরফুরার দক্ষিণডিহি হাই স্কুল থেকে।
তার প্রাপ্ত নম্বর ৪৯৪। ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করে চমক দিয়েছেন মুর্শিদাবাদের অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র প্রণীত কুমার দাস। নিউ বাজিতপুর এলাকার এই ছাত্র সে।

Advertisement

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও জেলায়-জেলায় জয়জয়াকার, প্রথম হয়ে উচ্ছ্বসিত অদিশা

২০২২ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য সপ্তম মুর্শিদাবাদ জেলার বহরমপুর কাশীশ্বরী গার্লস স্কুলের সূর্যানী মন্ডল। তার প্রাপ্ত নম্বর ৪৯২। বাবা পঙ্কজ মন্ডল বহরমপুর এমআইটি কলেজের অঙ্কের শিক্ষক। মা সোমালি চট্টোপাধ্যায় লালবাগ মহারাজা মনীন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এই কৃতী ছাত্রী পড়াশোনার পাশাপাশি নাচ এবং বিভিন্ন বিষয়ের বাংলা বই পড়তে ভালোবাসে। সূর্যানী নিট দিয়ে ডাক্তারি পড়তে চায়।

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অষ্টম স্থান পেয়ে জলপাইগুড়ি‌র নাম উজ্জ্বল করল সমাদৃতা দাস। জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদৃতা। ৪৯১ নম্বর পেয়ে রাজ‍্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে সে। গান প্রিয় সমাদৃতা দখল করেছে অষ্টম স্থান। আগামীতে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে চায় বলে জানিয়েছে সে।

Advertisement

আরও পড়ুন: HS Result 2022: বেলা ১২’টা থেকে জানা যাবে ফলাফল, পাশের হারে এগিয়ে বাংলার ৭ জেলা

বীরভূমের সিউড়ির সিউড়ি বীরভূম জেলা স্কুলের ছাত্র অগ্নিভ সাহা এবার উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করল। তার প্রাপ্ত নম্বর ৪৯০। অগ্নিভ জানিয়েছেন ভবিষ্যতে তিনি গবেষক হতে চাই। একই ভাবে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ এর ঔরঙ্গাবাদ হাই স্কুলের ছাত্র ইন্দ্রদীপ ধর ৪৯০ পেয়ে নবম স্থান অধিকার করেছে। উচ্চ মাধ্যমিকে এ বছর দশম স্থান অধিকার করেছে এলিট হুগলির ব্যান্ডেল কোয়েড স্কুলের ছাত্র সৌম্য রঞ্জন জেনা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.