হোলি খেলার পরে ত্বক ও চুলের যত্ন নিতে অবশ্যই মনে রাখুন এই টিপসগুলি
Connect with us

ভাইরাল খবর

হোলি খেলার পরে ত্বক ও চুলের যত্ন নিতে অবশ্যই মনে রাখুন এই টিপসগুলি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘খেলব হোলি, রঙ দেবো না, তাই কখনও হয়?” বছরের এই একটামাত্র দিনে শিশু-কিশোর থেকে শুরু করে আট থেকে আশি সকলেই মেতে ওঠেন রঙের উৎসবে। নানা রঙে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে প্রিয়জনের সঙ্গে রঙ খেলতে কে-না চাই বলুন। আর এই রঙের উৎসবে বর্তমানে রঙ নিয়েই সবাই ভয়ে থাকে।

বিশেষ করে যাঁদের প্রতিদিনই বাড়ির বাইরে যেতে হয়। তাই তো রঙ খেলার দিনে প্রিয়জনের সঙ্গে রঙ খেলার পাশাপাশি নিজের চুল এবং যত্ন নিতে মাথায় রাখুন এই টিপসগুলি। তাহলে দাগি রঙ থেকে নিমেষের মধ্যে মুশকিল আসান হতে সহজেই মিলবে মুক্তি। তাহলে আর দেরী কেন? জমিয়ে খেলুন রঙ আর তারপরে চুল এবং ত্বকের যত্ন নিতে ফলো করুন এই ঘরোয়া উপায়গুলি। তাহলে সহজেই মিলবে রঙের জেদি দাগ থেকে মুক্তি। জেল্লা দেবে ত্বক। প্রাণ ফিরে পাবে রং-আবিরের মাখামাখিতে উস্কোখুসকো চুল।

রঙ খেলার সময় বা তারপরে যেভাবে ত্বকের যত্ন নেবেন- হলি খেলার সময় বাজারজাত কেমিক্যাল রঙের পরিবর্তে জৈব রঙ নিয়ে খেলার চেষ্টা করুন। সবথেকে ভালো হয় আবির নিয়ে রঙ খেললে। এতে ত্বকে জেদি দাগ তৈরি হয় না এবং সহজেই তা ওঠানো যায়।
এছাড়াও রঙ খেলতে যাওয়ার আগে ত্বকে মুখে ভালো করে ময়েশ্চরাইজার লাগিয়ে নিন।

Advertisement

 আরও পড়ুন: শুভেন্দুর হুমকি, রায়গঞ্জের বিধায়কের নিরাপত্তা জোরদার করল রাজ্যসরকার

সম্ভব হলে ঠোঁটেও লিপ্সটিক ব্যবহার করতে পারেন। এতে মুখের ভিতরে অংশকে দাগি রঙ লাগা থেকে রক্ষা করবে। এছাড়াও স্নানের পর সারা গায়ে হাতে পায়ে বডি ওয়েল মেখে নিতে পারেন। তবে রঙ খেলার সময় যেহেতু দীর্ঘক্ষণ রোদে কাটাতে হয় তাই হলি খেলতে যাওয়ার আগে অবশ্যই করে সান্সক্রীন মাখতে যেন ভুলবেন না।

 আরও পড়ুন:Viral Video: গঙ্গুবাই কাথিওয়াড়ি’র তালে কোমর দুলিয়ে নেটপাড়া মাতাচ্ছেন মানসী

Advertisement

শুধু ত্বক নয়, রঙ খেলার সময় সব থেকে বেশি অত্যাচার হয় আমাদের চুলের উপর। কেমিক্যাল রঙের হাত থেকে চুলকে বাঁচাতে সবথেকে ভালো উপায় হল মাথায় ক্যাপ পরে রঙ খেলা। এছাড়াও রঙ খেলার পর মাথায় তেল লাগিয়ে তারপর শ্যাম্পু করলে সহজেই মিলবে রঙের হাত থেকে মুক্তি। শুধু তাই নয়, রঙ খেলার পর চুলে শ্যাম্পু ব্যবহার করে স্নানের একদম শেষে অবশ্যই করে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল সতেজ থাকবে। তবে আপনার যদি কোঁকড়ানো চুল হয় তবে রঙ খেলার সময় অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করুন।