মহিলাদের মনে স্বমেহন বা হস্তমৈথুন নিয়ে উঁকি মারা কটি প্রশ্নের উত্তর
Connect with us

লাইফ স্টাইল

মহিলাদের মনে স্বমেহন বা হস্তমৈথুন নিয়ে উঁকি মারা কটি প্রশ্নের উত্তর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সেক্স নিয়ে নানারকম ফ্যান্টাসি রয়েছে। তেমনি হস্তমৈথুন নিয়েও নানা রকম প্রশ্ন উঠে আসে।নারী -পুরুষ উভয়েরই ক্ষেত্রে হস্তমৈথুন বা স্বমেহন খুবই স্বাভাবিক ক্রিয়া।পুরুষদের ক্ষেত্রে মাস্টারবেশন নিয়ে বহু গবেষণায় অনেক তথ্য উঠে এসেছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই হস্তমৈথুন নিয়ে সেরকম হয় না। সেই কারণেই তাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়।দেখে নি সেই প্রশ্ন গুলি কি কি –

প্রশ্ন ১ -অনেকেই মনে করেন বেশি মাত্রায় হস্তমৈথুন করলে গোপনাঙ্গের ক্ষতি হয় কি ?

কিন্তু এর উত্তরে অনেক চিকিৎসকরাই জানিয়েছেন যে ,সঙ্গম যেমন সুরক্ষিত ঠিক তেমনি হস্তমৈথুনও সুরক্ষিত হতে পারে যদি সুরক্ষার কথা মাথায় রেখে প্রক্রিয়াটি করা হয়। আর এক্ষেত্রে লুব্রিকান্ট ব্যবহার করা যেতে পারে।

Advertisement

প্রশ্ন ২-হস্তমৈথুন কি সঙ্গমের সময় দীর্ঘ করতে পারে ?

এই প্রশ্ন অনেকের মনে উঁকি মারলেও এ ধারণা সঠিক নয়। হস্তমৈথুনের সঙ্গে সঙ্গমের কোনো সম্পর্ক নেই।

প্রশ্ন ৩-ওভাম কাউন্ট কি কমে যায় বেশি মাত্রায় হস্তমৈথুনের ফলে ?

Advertisement

এই প্রশ্নের উত্তরও হলো না। ওভাম কাউন্টের সঙ্গে হস্তমৈথুনের কোনো সম্পর্ক নেই।

প্রশ্ন ৪-বেশি ভাইব্রেটেরের ব্যবহার কি ক্ষতিকারক হস্তমৈথুনের সময় ?

অনেকেই স্বমেহনের সময় ভাইব্রেটর ব্যবহার করেন। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন যে ,হস্তমৈথুনের সময় ভাইব্রেটর ব্যবহার করলে সেরকম ক্ষতি করে না কিন্তু তবুও ভাইব্রেটর কম ব্যবহার করে ভালো।

Advertisement