শুভেন্দুর হুমকি, রায়গঞ্জের বিধায়কের নিরাপত্তা জোরদার করল রাজ্যসরকার
Connect with us

বাংলার খবর

শুভেন্দুর হুমকি, রায়গঞ্জের বিধায়কের নিরাপত্তা জোরদার করল রাজ্যসরকার

Parama Majumder

Published

on

Rate this post

 বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভায় মুখ্যমন্ত্রী ও স্পিকারের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে হুমকির ঘটনার পর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর নিরাপত্তা বাড়ালো রাজ্য সরকার। কৃষ্ণ কল্যানীর বাড়িতে সর্বক্ষনের জন্য মোতায়েন করা হল পুলিশ।

বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) দলের প্রার্থী হয়ে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন কৃষ্ণ কল্যানী। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে এবং সাম্প্রদায়িক দাঙ্গাকারি দলের উপর বীতশ্রদ্ধ হয়ে নির্বাচনের দুমাস পরেই যোগ দেন তৃনমূল কংগ্রেসে। তার আগেই কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক বিজেপি ছেড়ে তৃনমূল (TMC) কংগ্রেসে যোগদান করায় ক্ষুদ্ধ বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বিধানসভা অধিবেশন চলাকালীন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী (Krishna Kalyani) এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে প্রকাশ্যে হুমকি দেন।

আরও পড়ুন: হোলির সকালে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার চোরাই মদ

Advertisement

শুক্রবার রায়গঞ্জে নিজের বাড়িতে বসে একান্ত সাক্ষাৎকারে রায়গঞ্জের তৃনমূল বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, ”শুভেন্দু (Shuvendu Adhikari) বাবুকে আমি শুধু বলেছিলাম হৈ হট্টগোল না করে যাঁরা বিধানসভায় নতুন এসেছেন তাঁদের কিছু শিখতে ও জানতে দিন। একথা আমি বলতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাকে আয়কর বিভাগ ও ইডি’র ভয় দেখায়।”

পাশাপাশি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে (Soumen Roy) গুলি করে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ। বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং মাননীয় স্পিকারের সামনে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ায় বিধায়ক কৃষ্ণ কল্যানীর নিরাপত্তা বাড়িয়ে দেয় রাজ্য প্রশাসন। রায়গঞ্জ (Raiganj) শহরে কৃষ্ণ কল্যানীর বাড়িতে সর্বক্ষনের জন্য বন্দুকধারী পুলিশ মোতায়েন করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়িয়ে দেয় রাজ্য প্রশাসন।

আরও পড়ুন: করোনাবিধি মেনে দোল উৎসব পালিত হচ্ছে বেলুড়মঠে

Advertisement

বিধানসভায় প্রকাশ্যে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই হুমকির ঘটনার প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ শহরে ধিক্কার প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.