জেনে নিন এই বছর রাখী পূর্ণিমা কবে ও রাখী বাঁধার শুভ মুহূর্ত
Connect with us

লাইফ স্টাইল

জেনে নিন এই বছর রাখী পূর্ণিমা কবে ও রাখী বাঁধার শুভ মুহূর্ত

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাখী পূর্ণিমা আসন্ন। ভাই-বোনদের কাছে এটি একটি বিশেষ উৎসব। যদিও বর্তমানে রাখী উৎসবকে মৈত্রী বন্ধনের উৎসব বলেও মনে করা হয়। তবে ভাই-বোনদের জন্য রাখী কিন্তু সত্যি একটি বিশেষ দিন।শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমার দিনে রাখীবন্ধন উৎসব উদযাপিত হয়। এই দিনে, বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখী বাঁধে এবং ভাইয়েরা তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। ভাই বা দাদা তাদের বোনকে উপহার দেন আবার দিদি-বোনেরাও দাদা বা ভাইদের এই দিনে উপহার দিয়ে থাকেন।

এক কথায় ভাই-বোনেদের ভালোবাসার প্রতীক হিসাবে উদযাপিত হয় এই রাখী বন্ধন উৎসব। ২০২২ সালে অর্থাৎ এই বছর রাখী বন্ধন উৎসবের দিনটি হলো ১১ আগস্ট ।হিন্দু মতে, ভাদ্র যুগকে অশুভ সময় বলে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করতে নিষেধ করা হয়ে থাকে। তাই এই সময় রাখি বাঁধার মতো শুভ কাজও নিষিদ্ধ বলে মনে করা হয়। ভাদ্র যুগে মুণ্ডন, বিয়ে, গৃহপ্রবেশ, তীর্থস্থানে যাওয়া, নতুন ব্যবসা শুরু করাও বেশ অশুভ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে এই সময়ে বোনদের রাখী বাঁধা উচিত নয় এবং কোনও শুভ কাজ করা উচিত নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভাদ্র সময় ও রাখি বাঁধার শুভ মুহুর্ত সম্পর্কে-

হিন্দু পঞ্চাং অনুযায়ী, পূর্ণিমা তিথি শুরু হবে ২০২২ সালের ১১ আগস্ট সকাল ১০টা ৩৮ মিনিটে এবং শেষ হবে ২০২২ সালের ১২ আগস্ট সকাল ৭টা ৩৮ মিনিটে। আগামী ১১ অগস্ট পালিত হবে রাখি বন্ধন উৎসব।দিদি-বোনেরা ২০২২ সালের ১১ আগস্ট সকাল ৮টা ৫১ মিনিট থেকে রাত ৯টা ১৯ মিনিটের মধ্যে রাখি বাঁধতে পারবেন।

Advertisement