কোন পজিশনগুলি সঙ্গমের আনন্দকে করে তোলে দ্বিগুণ, জেনে নিন
Connect with us

লাইফ স্টাইল

কোন পজিশনগুলি সঙ্গমের আনন্দকে করে তোলে দ্বিগুণ, জেনে নিন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সেক্স নিয়ে সবারই নানারকমের ফ্যান্টাসি আছে। বিশেষত ,পুরুষদের এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন মনে ঘোরা-ফেরা করে। সেক্স লাইফ যত সুন্দর হবে ততই সঙ্গীর সঙ্গে সম্পর্ক হবে সতেজ ও মজবুত। সেক্স নিয়ে অনেক প্রশ্নের মধ্যে অন্যতম হলো কোন সেক্স পজিশনগুলি সব থেকে বেশি উপভোগ্য! আসুন জেনে নেওয়া যাক সেই পজিশনগুলির নাম –

১) চিরন্তন মিশনারি

চিরন্তন মিশনারি – এই পজিশনটি সবচেয়ে বেশি ট্রাই করে থাকেন কাপলরা। এক্ষেত্রে ,পুরুষরা এক্টিভ থাকেন বেশি। তবে এই পজিশনটি নারী -পুরুষ উভয়ই বেশ উপভোগ করেন।

Advertisement

২) ওম্যান অন টপ

চিরন্তন মিশনারির ঠিক বিপরীত হলো ওম্যান অন টপ। এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা বেশি এক্টিভ থাকে। এই পজিশনে মহিলারা যেমন উপভোগ করেন ঠিক তেমনি পুরুষরা কম পরিশ্রমে মজা পান বেশি। সঙ্গমের সময় পার্টনারের ফেসিয়াল এক্সপ্রেশন সঙ্গমের আনন্দ দ্বিগুণ করে দিতে পারে আর এই পজিশনে পার্টনারের এক্সপ্রেশন দেখা যায় যা পুরুষ পার্টনারদের মাতিয়ে তোলে ।

৩) সিক্সটি নাইন

Advertisement

এই পজিশনটি কিন্তু একটি ক্লাসিক পজিশন। তবে যারা ওরাল সেক্স পছন্দ করেন তাদের জন্য এই পজিশনটি খুব ভালো। এই পজিশনেও নারী-পুরুষ উভয়ই মজা নিতে পারেন।

৪) স্পুনিং

এই পজিশনে মহিলা পার্টনারের পিঠের দিকে থাকেন পুরুষ সঙ্গী। একে অপরকে মন খুলে আদর করার সঙ্গে সঙ্গে সঙ্গমের চূড়ান্ত মজা নেওয়া সম্ভব হয় এই পজিশনে।

Advertisement

৫) সিট-আপ

এই পজিশনেও মহিলা পার্টনার পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেন। ওম্যান অন টপ এর এটি আর একটি সংস্কার বলা যেতেই পারে। এই পজিশনে দরকার হয় একটি চেয়ার। সেই চেয়ার এ বসেন পুরুষ সঙ্গী আর তার কোলে বসেন মহিলা পার্টনার। এই পজিশনটিও বেশ উপভোগ্য।

Advertisement