গত অর্থবর্ষে বিজেপির পার্টি ফান্ডে কত টাকা চাঁদা জমা পড়েছে, জানাল নির্বাচন কমিশন
Connect with us

বাংলার খবর

গত অর্থবর্ষে বিজেপির পার্টি ফান্ডে কত টাকা চাঁদা জমা পড়েছে, জানাল নির্বাচন কমিশন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:গত আট বছর ধরে দেশ শাসন করছে বিজেপি। যেভাবে ব্যাঙ্ক-বীমা-সহ একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করে শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার, তা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে দেশের বিরোধী দলগুলো। বিরোধীদের অভিযোগ, বিজেপি দেশকে শিল্পপতিদের হাতে বেছে দিচ্ছে। সেই নিয়ে তারা প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করতেও ছাড়েনি। তাদের অভিযোগ, শিল্পপতিদের তোষামোদ করে বিজেপির পার্টি ফান্ডকে আর বাড়িয়ে চলেছে নরেন্দ্র মোদি সরকার।

বিরোধীদের এই অভিযোগ নেহাত খুব একটা ভুল নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দেশের বিভিন্ন সংস্থা ও শিল্পপতিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকার চাঁদা আসে বিজেপির পার্টি ফান্ডে। যার ধারে কাছেও নেই অন্যান্য বিরোধী দলগুলো। আর সেটা যে নেহাত কথার কথা নয়, তা নির্বাচন কমিশনের দেয়া তথ্য থেকেই প্রমাণিত।

কোন দলে কত টাকা চাঁদা আসে সম্প্রতি তার হিসাব দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবর্ষে বিজেপির তহবিলে চাঁদা জমা পড়েছে ৪৭৭.৫৭ কোটি টাকা। যার বেশির ভাগটাই এসেছে বিভিন্ন সংস্থা, শিল্পপতি, ট্রাস্ট এবং ব্যক্তিগত ফান্ড থেকে। তার ধারে কাছেও নেই কংগ্রেস। গত অর্থবছরে কংগ্রেসের তহবিলে জমা পড়েছে মাত্র ৭৪.৫ কোটি টাকা। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যে তথ্য দিয়েছিল, তার ভিত্তিতেই এই রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

অ্যাসোশিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মসের (ADR) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে বিভিন্ন জায়গা থেকে চাঁদা নেওয়ার কথা ঘোষণা করেছিল ৭ ইলেকট্রোরাল ট্রাস্ট। ওই বছরে তাদের মোট চাঁদার পরিমাণ ছিল ২৫৮.৪৯১৫ কোটি টাকা। সেই টাকাই দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে। তারমধ্যে

বিজেপি, জেডিইউ, কংগ্রেস, এনসিপি, আরজেডি, আপ ও এলজেপি রয়েছে। ওই টাকার মধ্যে ৮২.০৫ শতাংশ টাকাই অর্থাৎ ২১২.০৫ কোটি টাকা পেয়েছে বিজেপি। এর মধ্যে শুধু মাত্র প্রুডেন্ট ইলেকট্রোরাল ট্রাস্ট বিজেপি কে দিয়েছে ২০৯ কোটি টাকা। তার আগে ২০১৯-২০ আর্থিক বর্ষে তারা বিজেপিকে দিয়েছিল ২১৭.৭৫ কোটি টাকা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.