বাংলার খবর
তুমুল ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁকুড়ায় তৃণমূল নেত্রীর কর্মী সম্মেলনের সভামঞ্চ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দমকা হাওয়া, ঝড়, বৃষ্টিতে ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর সভামঞ্চের একাংশ। বুধবার সকালে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় কর্মী সম্মেলন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বাঁকুড়াতেই প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুধবার ওই কর্মীসভা করেই পুরুলিয়া ও বাঁকুড়া সফর শেষ করে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি হয় বাঁকুড়াতে। তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের কর্মী সভার মঞ্চ। বৃষ্টি থামার পর যুদ্ধকালীন তৎপরতায় আবার সভাস্থল মেরামতের কাজ শুরু হয়েছে। বাঁকুড়ার সতীঘাটে গন্ধেশ্বরী নদী তীরবর্তী এলাকাতেই এই কর্মীসভা হবে। এই কর্মীসভায় স্থান ঘিরে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছে। এই সভাকে কেন্দ্র করে নদী তীরবর্তী এলাকায় প্রচুর মানুষের সমাগম হবে। তাতে পরিবেশ দূষণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ওই সভাস্থল অন্যত্র সরানোর দাবি জানিয়ে জেলা প্রশাসন ও গ্রীন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজ্ঞান মঞ্চ ও পরিবেশবিদরা। যদিও কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রীর ওই সভার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি।
মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছিল হাওয়া অফিস। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছিল। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাড়বে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।