খুন করে জেলে যাবার দশ বছর পর আশ্চর্যজনকভাবে দেখা বাবা ও ছেলের
Connect with us

বাংলার খবর

খুন করে জেলে যাবার দশ বছর পর আশ্চর্যজনকভাবে দেখা বাবা ও ছেলের

Dwip Narayan Chakraborty

Published

on

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: সিনেমার মতো ঘটনা ঘটল সিনেমা না বাস্তবে ঘটেছে নাটকীয় এই ঘটনা। ১০ বছর পর দেখা হল বাবা ও ছেলের। দশ বছর আগে ২০১৩ সালে মায়ের অস্বাভাবিক মৃত্যুর কারণে বাবাকে জেলে যেতে হয়েছিল। তখন সে দম্পত্তিদের ছেলের বয়স ছিল মাত্র তিন বছর।

 

পিতা ও মাতা কেউ না থাকায়, জেলা প্রশাসন তাদেরকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয় সেইখান থেকেই তিন বছরের ঐ শিশু স্বেচ্ছাসেবী সংগঠনের আশ্রমে বড় হয়েছে। ওই শিশুর নাম শিবম এবং জেলে যাওয়া বাবার নাম টিংকু বর্মা। দশ বছর কেটে যাওয়ার পর বাবার সঙ্গে হঠাৎ দেখা গরিবদের খাবার বিতরণের একটি কর্মসূচিতে। ঝাড়খন্ডের রামগড়ে ওই কর্মসূচির আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর ওই সংগঠনে খাবার দান করছিলেন শিভম এবং বাবা বসে খাচ্ছিলেন বাবার দাড়ি বেড়ে গেল বাবাকে চিনতে ভুল করেনি শিবম নামক ওই ছেলে। আর এই ঘটনা দেখে এগিয়ে আসে সংগঠনের ম্যানেজার রাজেশ নেগী। তিনি এই অস্বাভাবিক কর ঘটনা দেখে অনেক আনন্দ পেয়েছেন।

Advertisement

আরও পড়ুন-বাঙালি ছেলের হাত ধরে থামতে চলেছে বিশ্ব উষ্ণায়ন

 

মেয়ে কি জানিয়েছেন 2013 সালে শিবম্কে তারা নিয়েছিল সেই থেকে ওই সংগঠনের আশ্রমে থাকে শুভ এখন ও সংগঠনের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে শিবম। নেগী জানিয়েছেন যে, আমাদের এই সংগঠন মাঝেমধ্যে গরিবদের খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করে। সেখানে শিবম গরিবদের খাওয়ার পরিদর্শনের অংশ নেয় ঠিক এইভাবে এবারও সে অংশগ্রহণ করাতে ফিরে পেলে তার বাবাকে। শিবম এর বাবার টিংকু এখন রামগড়ের বিকাশনগরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। টিংকুর সন্তান শিবমকে এত বছর ওই সংগঠন রেখেছে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন টিংকু বর্মা এবং শিবম বলেছে, এইভাবে বাবাকে ফিরে পাবো কখনো ভাবতে পারিনি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.