বাংলার খবর
অটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার! খুনের অভিযোগ পরিবারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অটো চালকের নাম বিশ্বজিৎ জানা। বাড়ি আনন্দপুর এলাকায়। গত কয়েকবছর ধরেই রুবি থেকে গড়িয়া রুটে অটো চালাতেন। প্রত্যেক দিনের মত শনিবার অটো নিয়ে বেরোন বিশ্বজিৎ। পরিবারে আছেন স্ত্রী, শিশু সন্তান এবং বাবা ও মা।
কিন্তু শনিবার রাতে আর ফিরে আসেননি। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজা খুঁজির পর না পাওয়ায়, স্থানীয় আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। তদন্ত শুরু করে আনন্দপুর থানার পুলিশ। রবিবার সকালে আনন্দপুর হসপিটালের পেছন থেকে বিশ্বজিৎ জানার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। ছুটে আসে আনন্দপুর থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ বিশ্বজিৎ জানাকে খুন করা হয়েছে। মৃতদেহের পাশে পরে থাকা ইট দেখে পুলিশের অনুমান এই ইট দিয়ে মেরেই খুন করা হয়েছে ওই অটো চালককে। যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি নয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।