বাংলার খবর
গাছ কাটাকে কেন্দ্র করে বচসা, যুবককে পিটিয়ে মারল উত্তেজিত জনতা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক যুবককে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সিমডেগা এলাকায়। খবর পাওয়া গিয়েছে, ঝাড়খণ্ডের সিমডোঙ্গা এলাকার কলেবারিতে একটি গাছকে ধর্মীয় আচারে পুজো করেন এলাকার সমস্ত মুন্ডা সম্প্রদায়ের মানুষ। সেই গাছ কাটতে শুরু করে এলাকার যুবক সঞ্জু প্রধান।
কয়েকজন মানুষ প্রথমে বাধা দিতে আসলে ওই যুবকের সঙ্গে তাঁরা বচসায় জড়িয়ে পরেন। জড়ো হয়ে যান প্রায় ১৫০ জন মানুষ। এর পর ওই এলাকার মুন্ডা সম্প্রদায়ের মানুষ উত্তেজিত হয়ে ওই যুবকের ওপর চড়াও হয়।শুরুহয় মারধর। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে আসে সিমডোঙ্গা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত যুবকের পরিবারের অভিযোগ, এলাকার মানুষ প্রথমে লাঠি দিয়ে মারে এরপর, ইট দিয়ে মাথা থেঁতলে দেয় এবং তারপর শরীরে আগুন ধরিয়ে দেয়।
দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবক গত কয়েকদিন ধরেই অনেকগুলো গাছ কেটেছিল। এরপর ওই যুবক যে গাছ কাটতে যায় সেই গাছটি মুন্ডা সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িত। এলাকার মানুষ নিষেধ করতে গেলে ওই যুবক প্রথমে তেড়ে আসে গ্রামবাসীদের দিকে। তারা ঠেকাতে গেলে ওই যুবক পড়ে যায় এবং তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।