বিদেশের খবর
সন্তানকে মেরে সন্তানের মাংস খেতে চেয়েছেন পরিবারের সদস্যরা। অবশেষে সবাই প্রাণ হারালেন

বেঙ্গল এক্সপ্রেসঃ আমার মাংস খেতে চেয়েছিল ওরা তাই ওদেরকে খুন করেছি এমনি ভয়াবহ ঘটনা ঘটে গেছে আমেরিকার টেক্সাসে। দা নিউ ইয়র্ক পোস্ট এর সংবাদ অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম সিজার ওলান্দে। সিজারের বয়স ১৮ বছর। ১৮ বছরের ওই যুবকের বিরুদ্ধে মা, বাবা এবং বোনকে খুনের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, প্রতিবেশীদের কাজ থেকে খবর পান এক যুবক বাড়ির লোকেদের গুলি করে মারার চেষ্টা করছেন সেই খবর পেয়েই পুলিশ ও তার টিমেরা সিজারদের বাড়িতে হাজির হয়। কিন্তু ততক্ষণে বাড়ির সকলকে গুলি করে খুন করে ফেলেছেন ওই যুবক। পুলিশ যখন ওই বাড়িতে পৌঁছায় তখন দেখে সিজার হাতে বন্দুক নিয়ে বারান্দায় বসে আছে। পুলিশ দেখা মাত্র সিজার গুলি চালানোর জন্য দাঁড়ায়। পুলিশ তাকে আত্মসমর্পণ করার জন্য বোঝায় বেশ কিছুক্ষণ বোঝানোর পর অবশেষে সিজার কে তারা বাগে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন- ভারত সীমান্তের পাশে মডেল গ্রাম বানাচ্ছে চীনারা। তৎপর হয়েছেন ভারত সরকার
পুলিশ আধিকারিক ক্রেগ জানিয়েছেন যে, ঘরের ভেতর থেকে বাবা রুবান ওলান্দে, মা আয়দা ওলান্দে, বোন লিসবেট ওলান্দে এবং ভাই অলিভার ওলান্দের দেহ উদ্ধার করা হয়। এছাড়াও ঘরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে এর থেকে বোঝা যায় যে পরিবারের সদস্যদের মারবার জন্য অনেক দফায় গুলি চালিয়েছেন ওই যুবক।
থানায় নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করায় সিজার উত্তরে বলেন, “ওরা আমাকে মারার পরিকল্পনা করেছিল। আমাকে মেরে আমার মাংস খেতে চেয়েছিল তাই সেলফ ডিফেন্সে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি”। তবে সিজারের কথা কতটা সত্যি বা মিথ্যে তা এখন অব্দি প্রমাণ হয়নি।