সর্বভারতীয় পরীক্ষায় সাফল্যের চূড়ায় মালদহের অর্ণব
Connect with us

বাংলার খবর

সর্বভারতীয় পরীক্ষায় সাফল্যের চূড়ায় মালদহের অর্ণব

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সর্বভারতীয় স্তরে জাতীয় প্রতিরক্ষা একাডেমী পরীক্ষায় সাফল্য পেল মালদা ইংরেজবাজার শহরের বাশুলী তলা এলাকার তরুণ অর্ণব দাস। সর্বভারতীয় স্তরে ৬৬ তম স্থান দখল করেছেন অর্ণব। মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই পরীক্ষার ফলাফল আর তাতেই প্রকাশিত ফলাফলে নাম রয়েছে অর্ণবের। তাঁর সাফল্যে খুশি পরিবার।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির পরীক্ষার ফলাফল। চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, এ রাজ্য থেকে একমাত্র অর্ণবই স্থান পেয়েছেন। শৈশবেই স্কুল শিক্ষক বাবাকে হারানো অর্ণব এখন, ভারতীয় বায়ু সেনার কমিশনড অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিনের মধ্যেই মালদহ থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য চলে যাবেন তিনি।

মালদহের পরানপুর গ্রামের বাসিন্দা অর্ণব দাস। ছোটবেলায় অর্নবের পড়াশোনা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে। ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় সে। তারপর রাজ্যের জয়েন্ট পরীক্ষায় বসে যাদবপুর ইউনিভার্সিটি তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে ভর্তি হয়। কিন্তু তার লক্ষ্য ছিল এনডিএ পরীক্ষায় বসার। ২০২১ এর সেপ্টেম্বর মাসে এনডিএ পরীক্ষায় বসে অর্ণব। তার পরই তার এই সাফল্য। 

Advertisement

অর্ণব জানান, প্রত্যেক বছর দু’বার করে পরীক্ষা নেওয়া হয়। প্রত্যেকটি পরীক্ষার নির্দিষ্ট কোর্স রয়েছে। তিনি ছিলেন এনডিএ ২০২১-এর পরীক্ষার্থী। তাঁর কোর্স নম্বর ছিল ১৪৮। শেষ পর্যন্ত এই পরীক্ষায় এ রাজ্য থেকে মাত্র দু’জন রয়ে গিয়েছিলেন। ভাগ্যের সিঁকে ছেঁড়ে অর্ণবের। এবার তিন বছর এনডিএ’তে তাঁর প্রশিক্ষণ চলবে। একই সঙ্গে তাঁকে বিটেক কোর্সও করানো হবে। তারপর আরও এক বছর এয়ারফোর্স অ্যাকাডেমিতে তাঁর বিশেষ প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক। এই কোর্স শেষ করার পরেই বায়ুসেনার পদস্থ আধিকারিক হিসাবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করবেন তিনি। পদমর্যাদা হবে অতিরিক্ত পুলিস সুপারের সমতুল্য।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.