বাংলার খবর
এই স্কিমে মাথাপিছু ১০,০০০ টাকা দিচ্ছে মমতা সরকার! যারা করেননি এখনই আবেদন করুন (Apply Now)
রাজ্যের কৃষকদের জন্য সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করেছে সেই সম্পর্কে অনেক কৃষক ভাইরাই জানেন না। তাই আজ আমরা আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো।

ডিজিটাল ডেস্ক : ভারতদেশ হলো কৃষি নির্ভর দেশ। এই কৃষিব্যাবস্থা কে হাতিয়ার করেই ভারতের সবুজ বিপ্লবের সুচনা হয়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের মুল অর্থনীতির স্তম্ভ হিসেবে কৃষিকে বেছে নিয়েছেন। তাই কেন্দ্রের বর্তমান কেন্দ্র সরকার বিজেপি (BJP) হোক বা এই রাজ্যের মমতা সরকার বা তৃণমূল সরকার (TMC), দুই সরকারই কৃষি এবং কৃষকদের প্রতি সহানুভূতিশীল। কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপি সরকার । বার্ষিক ৬,০০০ টাকা ভাতা পান, এই প্রকল্পের অধীনে দেশের প্রান্তিক কৃষকরা । প্রত্যেক বছর এই ভাতা পান দেশের প্রত্যেক কৃষিজীবী।
তবে শুধু কৃষক সম্মান নিধি প্রকল্পই বয়, তাদের আর্থিক দুর্দশার কথা চিন্তা করে কৃষকদের জন্য কেন্দ্রের মোদী সরকার চালু করেছে স্বল্প সুদের (low interest) ভিত্তিতে কৃষি ঋণ। অর্থাৎ দেশের সমস্ত কৃষকরা সরকারি, বেসরকারি, সমবায় ব্যাংকের (bank) মাধ্যমে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কৃষক ভাইদের জন্য একটি জনমুখী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম হলো- কৃষক বন্ধু প্রকল্প (krishak bandhu)। এই প্রকল্প চালু করা হয় ২০১৯ সালে। এই প্রকল্পের অধীনে রাজ্যের কৃষকরা বার্ষিক ১০০০০ টাকা করে অনুদান পান।
কিন্তু সমস্যা হলো এই যে, রাজ্যের কৃষকদের জন্য সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করেছে সেই সম্পর্কে অনেক কৃষক ভাইরাই জানেন না। তাই আজ আমরা আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো।
(১) রাজ্য সরকার প্রত্যেক বছর রাজ্যের কৃষক ভাইদের বার্ষিক ১০ হাজার টাকা অনুদান প্রদান করে।
(২) এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
(৩) রাজ্যের যেকোনো কৃষকই এই সুবিধা পাবেন।
(৪) যদি প্রকল্পের সুবিধা পাওয়াকালীন কৃষকের মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
(৫) এই প্রকল্পের আবেদনকারী কৃষকের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
(৬) আবেদন করার পর যদি ব্যাংকে প্রথমে ২,০০০ টাকা ঢোকে তাহলে বুঝতে হবে যে আপনার আবেদনটি সফল হয়েছে।
(৭) সেইক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট ইমেল আইডি krishak.bandhu@ingreens.com-এ গিয়ে এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিতে হবে। অথবা (8597974989 বা 6291720406) নম্বরের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।
(৮) আবেদনকারীদের অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, জমির যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
৭/৮: আপনি যদি কৃষিকাজ করে থাকেন এবং ১০ হাজার টাকা অনুদান পেতে চান তাহলে আর দেরি না করে শীঘ্রই ‘কৃষক বন্ধু প্রকল্পে’ (krishak bandhu) নিজের নাম নথিভুক্ত করুন।
তথ্য সূত্র – ইন্টারনেট
কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের বয়স কত হতে হবে ?
কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে যোগাযোগ করতে হয় ?
কৃষক বন্ধু প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?