বাংলার খবর
Breaking News: নয়ানজুলিতে উল্টে গেল স্কুলবাস, আহত ১৫

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের দুর্ঘটনার কবলে স্কুলবাস। মালদহে ইংরেজবাজারে নয়ানজুলিতে উল্টে গেল স্কুল বাস। ঘটনায় আহত ১৭ জন পড়ুয়া। ৮ স্কুল পড়ুয়ার মাথায় আঘাত গুরুত্বর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে বাগবাড়ি বাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের।
আরও পড়ুন: প্লাস্টিক ব্যবহার বন্ধ থাকায় অভিনব উদ্যোগ ধূপগুড়িতে
এদিন স্কুল ছুটির পরে বাসটি ধীরগতিতেই আসছিলো।আচমকাই লক্ষ্মীপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কে উল্টে যায় বাসটি। সেই সময় বাসটিতে প্রায় ৭০জন মত পড়ুয়া ছিল।তার মধ্যে ১৫ জনের চোট লেগেছে। এর মধ্যে কয়েক জনের মাথাতেও আঘাত লেগেছে।যদিও ঘটনার আকস্মিকতায় হতভম্ব এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। তবে দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঠে চাষ করতে নামলেন বিজেপি বিধায়ক, দলবদলের জল্পনা!
খবর পেয়ে আসে ইংরেজবাজার থানার পুলিশও। আহত পড়ুয়াদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও আহতদের মধ্যে ৮ জন পড়ুয়ার জখম গুরুতর। যদিও কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।