বাংলার খবর
ভোট মিটতেই আনিসের বাড়িতে অধীর চৌধুরী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আনিস হত্যাকাণ্ডের পর থেকে সারদাপল্লীর খাঁ পাড়াতে বেড়েছে একের পর এক নামি দামি লোকের আনাগোনা। শনিবার দুপুরে আনিশের বাড়িতে আসেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন মৃত ছাত্রনেতার বাড়িতে এসে তাঁর বাবা সালেম খান ও দাদা বশির খানের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের দাবির প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন তিনি। আগেই আসতেন তবে লোকসভা ও পৌরসভার নির্বাচনের কারণে আসতে দেরি হল বলে জানান অধীর চৌধুরী। শাসক দলের থেকে অনেক হুমকি ও ভীতি প্রদর্শনের কথাও সালেম খান জানান তাঁকে।
পাশাপাশি আনিশের বাবা সালেম খান সিবিআই তদন্তের মাধ্যমে তাঁর ছেলের হত্যা রহস্যের উদঘাটনের দাবি জানান কংগ্রেস নেতার কাছে। এছাড়াও তিনি আনিশের পরিবারের খোঁজ খবর নেন। সালেম খানের শরীর সম্বন্ধেও জিজ্ঞাসা করেন। এদিকে অধীর চৌধুরীর এদিন আনিসের বাড়িতে আসা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
পাশাপাশি তিনি পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে যেখান থেকে আনিসকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল সেখানেও যান। তাঁরা কংগ্রেস নেতাকে ঘটনাটি বোঝনোরও চেষ্টা করেন। এছাড়াও আনিশের পরিবারের পাশে এই লড়াইতে থাকার আশ্বাস দেন সালেম খানকে। পাশাপাশি খান পরিবারের যেকোনো প্রয়োজনে তাঁরা সকলে তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন।
প্রসঙ্গত, শনিবার সকাল থেকে বারেবারে পুলিশ ও সিটের সদস্যরা সালেম খানের বাড়িতে এসে তাঁকে রাজ্য পুলিশের তদন্তের জন্য রাজি করানোর চেষ্টা করেন। তবে রাজ্যের পুলিশ ও তাঁদের তদন্তের উপরে কোনও ভরসা নেই বলেই জানিয়ে দেন আনিসের বাবা ও ভাই।