কোভিড বিধি মেনেই সোমবার থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা!
Connect with us

বাংলার খবর

কোভিড বিধি মেনেই সোমবার থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : অবশেষে সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ৭ মার্চ বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরেজি, ৯ মার্চ ভূগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবনবিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। করোনার কারণে এক বছর পর আবারও খাতায়-কলমে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবেন পড়ুয়ারা।

করোনার কারণে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা কোনও রকমে হলেও ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এই বছরের শুরুর দিকেও করোনার তৃতীয় ঢেউয়ের কারণে মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় অবশেষে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবারে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আগের বারের থেকে এবার প্রায় ৪৭ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। এবারে রেকর্ড পরিমাণ ছাত্রী পরীক্ষা দিচ্ছেন বলেই জানিয়েছে পর্ষদ।

গতবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ১০ লক্ষ ৭৯ হাজার ৬৯৯ জন। এবার ১ হাজার ৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র পরীক্ষা হবে। এছাড়াও আরও সাব ভেন্যু রয়েছে ২ হাজার ৭৫৯টি। সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। করোনার জন্য এবারে সেন্টারের সংখ্যাও প্রায় দেড় হাজার বাড়ানো হয়েছে। গতবার ২ হাজার ৮৩৯ কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। অতীতে বহুবার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এবার যথেষ্ট সতর্ক পর্ষদ। এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। তবে কোন কোন জায়গায় এবং কী কারণে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অবশ্য জানানো হয়নি। মনে করা হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। পর্ষদ সভাপতি জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে কনট্রোল রুমগুলো কাজ করা শুরু করেছে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পাবেন ১১টা ৪৫ মিনিটে। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার সময় পাবেন। যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। পর্ষদ সভাপতি জানিয়েছেন, প্রশ্নপত্র দেওয়ার পর পরীক্ষা কেন্দ্রগুলোকে এসএমএস মারফত পর্ষদকে রিপোর্ট দিতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর আরও একটি এসএমএস পাঠাতে হবে এবং পরীক্ষা শেষে পর্ষদকে এসএমএস করে রিপোর্ট দিতে হবে পরীক্ষা কেন্দ্রগুলোকে। ইতিমধ্যেই সমস্ত সেন্টারে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। করোনা বিধি মেনেই হবে পরীক্ষা। মাস্ক পরা এবং স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলেও শনিবার জানিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Advertisement