উত্তর প্রদেশে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, উন্নাও গণধর্ষণের শিকার কিশোরীর মা লড়ছেন ভোটে
Connect with us

দেশের খবর

উত্তর প্রদেশে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, উন্নাও গণধর্ষণের শিকার কিশোরীর মা লড়ছেন ভোটে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ফলে সারা দেশ জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কারণ, দেশের সবচেয়ে বড় রাজ্যকে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দল। উত্তর প্রদেশে আছে ৮০ টি লোকসভা আসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তর প্রদেশ যার দিল্লি তার।

কারণ, উত্তর প্রদেশে যে দল বেশি আসন পায় সেই দল দিল্লির মসনদে বসে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে জিতে উত্তর প্রদেশে ক্ষমতায় বসে বিজেপি। এবারও তাদের লক্ষ ক্ষমতা ধরে রাখা। অপরদিকে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ করে ঝাঁপিয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস প্রথম তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল।

প্রাথমিক ভাবে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার মধ্যে চমক রেখেছে। প্রার্থী করা হয়েছে ২০১৭ সালে উন্নাও গণধর্ষণের শিকার কিশোরীর মা’কে। এই গণধর্ষণে মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদিপ সিঙের যাবজ্জীবন সাজা হয়েছে। বর্তমানে তিনি জেলে আছেন। এছাড়া ১২৫ জন প্রার্থীর মধ্যে ৫০ জন মহিলা এবং ৪০ জন যুব সম্প্রদায়ের প্রতিনিধিকে প্রার্থী করা হয়েছে।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.