বাংলার খবর
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়ল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়ল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে।
সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কোনও জরিমানা ছাড়াই ফর্ম পূরণ করতে পারবে। অন্যদিকে, জরিমানা দিয়ে ২৪ থেকে ৩১ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। আগে এই ফর্ম পূরণের সময়সীমা ছিল শুক্রবার পর্যন্ত। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে সেই সময় সীমা বাড়ানোর আবেদন জানায় পরীক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফেও একই দাবি জানানো হয়েছিল।
সেই আবেদনে সাড়া দিয়ে এবার উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণের সময়সীমা বাড়াল সংসদ। শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, আগামী ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিকের পরীক্ষা হওয়ার কথা। করোনা পরিস্থিতির কারণে হোম সেন্টারে পরীক্ষা হবে বলেই জানিয়েছিল সংসদ।