বাংলার খবর
নোবেল চুরি আমাদের অনেক বড় অসম্মান: মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী। সকাল থেকেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে কবি প্রণাম। গানে-কবিতায় স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। এদিন সকাল থেকেই শহর থেকে জেলা সর্বত্রই মেতে উঠেছে কবির প্রতি শ্রদ্ধা নিবেদনে।
সোমবার দুপুরে রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”কবির নোবেল চুরির ঘটনা আমাদের কাছে বড় অসম্মানের। নোবেল না উদ্ধার হওয়া কষ্ট দেয়। আমার দুঃখ লাগে নোবেল এখনও উদ্ধার করা যায়নি।
তিনি বলেন, ”এখনও আমার দুঃখ হয় তাঁর নোবেল প্রাইজটা এখনও উদ্ধার হয়নি। এটা দীর্ঘকাল আগে বামেদের সময়ের ঘটনা। তদন্ত করতে দেওয়া হয়েছিল সিবিআইকে। সিবিআই তদন্তটা সম্ভবত ক্লোজড করে দিয়েছে। সমস্ত নথিপ্রমাণ আমি জানি না এটা আদেও আছে কি না কিন্তু আমাদের বড় সম্মান। বড় গায়ে লাগে এতবড় একটা জিনিস সর্বপ্রথম আমরা পেলাম আর আমাদের কাছ থেকে সেটা কেউ নিয়ে নিলো? কেউ তুলে নিল, কেউ হারিয়ে দিল? এটা আমাদের অনেক বড় অসম্মান। কিন্তু মনে রাখবেন একটা নোবেল প্রাইজ চলে গেলে রবীন্দ্রনাথকে ভোলা যায় না। নোবেল প্রাইজটা উনি আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন এবং যে সময় তিনি পেয়েছিলেন সেই সময়টার কথা একবার চিন্তা করে দেখুন। সে সময়টা আর আজকের সময়টার কিন্তু অনেক তফাৎ আছে। তাই আজকে এত ঝড় দুর্্যোগ-শ্রাবণের সেই বারীধারার গানের মধ্যেও আদেও অনুষ্ঠান করতে পারব কি না কিন্তু ঈশ্বর যদি সহায় থাকে আল্লাহ যদি সহায় থাকে আর মানুষের যদি ভালোবাসা থাকে সব সঙ্কট কাটিয়ে নিয়ে করা যায়।”
আরও পড়ুন: রবীন্দ্রস্মরণে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর টুইট বার্তা
মুখ্যমন্ত্রী আরও বলেন, ”দু’বছর কোভিড ছিল। আমরা ফিজিক্যালি ভালো করে করতে পারিনি। দু’বছর বাদে আমরা আবার মিলিত হয়েছি। আগামী দিন আবার ভালো করে মিলিত হব এবং মিলিত হব প্রাণের সন্ধানে গানের সন্ধানে, সঙ্গীতের টানে, সংস্কৃতির টানে, সভ্যতার টানে। দুর্গাপুজো যেমন ইউনেস্কো ঘোষণা করেছে আগামী দিন জেনে রাখবে বাংলার সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা সারা পৃথিবীর দরজায়, পৃথিবী একদিন কড়া নাড়বে। কড়া নেড়ে বলবে বাংলায় এসো,বাংলায় এসো। এসো আমার ঘরে এসো, এসো আমার ঘরে এসো। তাই ২৫ বৈশাখ চিরস্থায়ী, সর্বজনীন, সার্বজনীন। আমাদের মননে আমাদের শয়নে, আমাদের স্বপনে, আমাদের নিশি জাগরণে, আমাদের চিন্তণে আমাদের কথনে আমাদের বাক্যায়ণে সবেতেই রয়েছেন।”
আরও পড়ুন: অশনি’ সঙ্কেত! ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
এদিকে এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেই পূর্ব ঘোষণা মতো সন্তোষ ট্রফি খেলার বাংলা দলের দুই প্রতিভাবান ফুটবলার মনতোষ চাকলাদার এবং দিলীপ ওঁরাও- এর হাতে নিজের কোটা থেকে দেওয়া সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।