বাংলার খবর
‘অশনি’ সঙ্কেত! ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ক্রমশ শক্তিশালী হয়ে পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে অশনি। এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিমি এবং পুরী থেকে ৬৪০ কিমি দূরে রয়েছে ‘অশনি’।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
মঙ্গলবার পর্যন্ত এটি অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে থাকবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি এসে এটি অভিমুখ পরিবর্তন করবে। উত্তর-পশ্চিম দিক ছেড়ে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। ক্রমশ এটি প্রবেশ করবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূল বরাবর সমান্তরালভাবে এটি সমুদ্রে এগোতে থাকবে। অভিমুখ পরিবর্তন করার পর থেকেই ঘূর্ণিঝড় ক্রমশ দুর্বল হয়ে যাবে। তবে, ঘূর্ণিঝড় অশনির উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সমুদ্রেই শক্তি হারাতে পারে এই ঘূর্ণিঝড়। তবে সতর্কতা জারি থাকছে। অশনির প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বুধ ও বৃহস্পতিবার, এই দু’দিন ভারী বৃষ্টি হতে পারে
পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে। বাকি জেলা গুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। মঙ্গলবার, ১০ মে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইভাবে দীঘা, মন্দারমনি সমুদ্র সৈকতে পর্যটকদেরও যেতে নিষেধ করা হয়েছে। এমনকী সমুদ্রসৈকতে সমস্ত ধরনের বিনোদনমূলক কার্যকলাপও নিষিদ্ধ করা হয়েছে।