বাংলার খবর
মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি, রাজ্যের একাধিক থানা-সহ মধ্যপ্রদেশেও এফআইআর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহাম্মদ নবীর পর এবার কালী বিতর্ক। কিছুদিন আগেই মহম্মদ নবীকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে গোটা দেশে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই মা কালীকে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা মন্তব্য গোটা দেশে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আর এর জন্য মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে পথে নামল বিজেপি। বুধবার দুপুরে মিছিল করে বউবাজার থানায় যান বিজেপি মহিলা মোর্চার সদস্যারা। সেখানে গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রেকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান বিজেপির মহিলা সদস্যরা। জানা গিয়েছে, বউবাজার থানায় তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ৫৬ অভিযোগ দায়ের করা হয়েছে।
বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে গোটা দেশের পাশাপাশি কলকাতার বউবাজার এবং নারকেলডাঙ্গা থানাতেও এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নূপুর শর্মাকে সশরীরে হাজিরা দেওয়ার নোটিশও পাঠিয়েছে কলকাতার এই দুই থানা। প্রাণের ঝুঁকি রয়েছে, এই দাবি জানিয়ে হাজিরা দেওয়ার জন্য দুই থানার কাছ থেকে আরও কিছুদিন সময়ও চেয়ে নিয়েছেন নূপুর। এবার সেই বউবাজার থানাতেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবি জানিয়ে পাল্টা অভিযোগ দায়ের করল বিজেপি।
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য গোটা দেশে যে বিক্ষোভ, অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তার আঁচ এসে পড়েছিল হাওড়াতেও। দিনের পর দিন জাতীয় সড়ক, রেললাইন অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সড়ক ও রেল অবরোধ না করে নূপুর শর্মার বিরুদ্ধে থানায় থানায় গিয়ে এফআইআর দায়ের করার পরামর্শ দিয়েছিলেন। কালী-বিতর্কে মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবিতে বিজেপি এবার মুখ্যমন্ত্রীর বলে দেওয়া পথকে অনুসরণ করেই থানায় থানায় এফআইআর করার পথে হাঁটতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জানিয়ে রীতিমতো পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনদিনের ডেটলাইনও বেঁধে দিয়েছেন তিনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি মহুয়া মৈত্রকে গ্রেফতার করা না হয়, তাহলে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করারও হুমকি দিয়েছেন। বুধবার মিছিল করে বউবাজার থানায় যান বিজেপির মহিলা মোর্চার সদস্যারা। মিছিলে তাঁদের ‘জয় মা কালী’, ‘জয় শিব শম্ভু’ স্লোগান দিতেও শোনা যায়। বিজেপি মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী বলেছেন, ‘পুলিশের কাছে আমরা মহুয়া মৈত্রের নামে অভিযোগ দায়ের করেছি। পরে আমাদের কমপ্লেন নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা মহুয়া মৈত্রকে গ্রেফতার করার দাবি জানিয়েছি। আশা করি পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। আর যদি না নেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের রাস্তায় হাঁটব।’
পুলিশকে দেওয়া বিজেপির অভিযোগপত্রে দাবি করা হয়েছে, হিন্দু ধর্ম সম্পর্কে কিছু না জেনে, তাদের বিশ্বাস না বুঝে এক অনুষ্ঠানে ‘মা কালী’ র্ক নিয়ে ইচ্ছাকৃত ভাবেই বিরূপ মন্তব্য করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু তৃণমূল সাংসদের এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, রাজ্যের সর্বত্র ধর্মীয় হিংসার ঘটনা ঘটছে। মানুষের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। কিন্তু পুলিশকে সেইভাবে কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদের মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। তাই তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
একই অভিযোগ ও দাবিতে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীও কলকাতার রবীন্দ্র সরোবর থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মধ্যপ্রদেশেও তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।