জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরির আবেদন, গ্রেফতার ৩
Connect with us

বাংলার খবর

জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরির আবেদন, গ্রেফতার ৩

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক(জিডিএস) নিয়োগে ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দাখিলের অভিযোগ।

বালুরঘাটের মুখ্য ডাক ঘরের এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন মহিলাও আছেন। প্রত্যেকের বাড়ি উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায়।

জানা গিয়েছে, গত মে মাসে ডাক বিভাগে এ রাজ্যে ১৯৬৩ টি শূন্য পদে জিডিএস নিয়োগের আবেদন জমা নেওয়া হয়। সেই প্রক্রিয়ায় মঙ্গলবার কাগজপত্র ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় বেশ কয়েকজনের মার্কশিট ও সার্টিফিকেটে উল্লেখিত পার্সেন্টেজ দেখে সন্দেহ হয়।

Advertisement

আরও পড়ুন: শিলিগুড়ি টু নেপাল, পরিবহন মন্ত্রীর হাত ধরে চালু NBSTC-র বাস পরিষেবা

অভিযোগ, এরপর সেগুলি পরীক্ষা করলে ধরা পরে যে তা ভুয়ো। ডাক বিভাগের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাওয়া মার্কশিট ও সার্টিফিকেটগুলিতে ভিন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এও জানতে পেরেছে যে টাকার বিনিময়ে সেগুলি কেনা হয়েছে। এর সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে বলেও প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

Advertisement