বাংলার খবর
বালিগঞ্জে এগিয়ে বাবুল, পাল্লা ভারী হচ্ছে সায়রা শাহ হালিমের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বালিগঞ্জ- দ্বাদশ দফার রাউণ্ডের গণনার শেষে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে রয়েছেন TMC প্রার্থী Babul Supriyo। তৃণমূল প্রার্থী এখনও পর্যন্ত ৮,১৮৭ ভোটে এগিয়ে রয়েছে। ২ নম্বরে উঠে এলেন CPIM প্রার্থী সায়রা শাহ হালিম। ৩ নম্বরে উঠে এসেছে বিজেপি। ১২ রাউন্ড গণনার শেষে বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩৬৬০ ভোটে।
দ্বিতীয় স্থানে থাকা CPIM প্রার্থী সায়রা শাহ হালিম দ্বাদশ রাউণ্ডের গণনার শেষ ভোট পেয়েছেন ২৫৪৭৩টি। বালিগঞ্জের BJP প্রার্থী কেয়া ঘোষ ভোট পেয়েছেন ৫৪৩৮টি। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৪৫২৫টি ভোট।
আরও পড়ুন: আসানসোলে ৭৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা
আসানসোল: আসানসোল লোকসভা নির্বাচনে ১ লাখেরও বেশী ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই কেন্দ্রের ভোটে এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে BJP। তৃতীয় স্থানে সিপিআইএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস রয়েছে।
আরও পড়ুন: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন: ৭৮৭২ ভোটে এগিয়ে বাবুল, দ্বিতীয় স্থানে CPIM
আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে। আসানসোলে ক্রমাগত নিজের মার্জিন বাড়িয়ে চলেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের তুলনায় প্রায় ৭৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। প্রথম রাউন্ডের শেষে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী।