বালিগঞ্জ: ১৩ রাউন্ড গণনার শেষে এগিয়ে বাবুল
Connect with us

বাংলার খবর

বালিগঞ্জ: ১৩ রাউন্ড গণনার শেষে এগিয়ে বাবুল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বালিগঞ্জে ১৩ রাউণ্ড গণনার শেষে এগিয়ে TMC প্রার্থী বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে Babul Supriyo-এগিয়ে রয়েছেন ৩৫৪০৮ ভোটে। CPIM এগিয়ে রয়েছে ৯,৩৪৪ ভোটে। বাম প্রার্থী sairasah halim পেয়েছেন ২৬৬৬৪ ভোট। BJP প্রার্থী keya Ghosh ভোট পেয়েছেন৬৪৬৯। Congress প্রার্থী kamaruzaman Chowdhury পেয়েছেন ৪৫৮১।

আসানসোল: ১.৩৫ লাখ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা। দ্বিতীয় স্থানে রয়েছে BJP প্রার্থী অগ্নিমিত্রা পল। তৃতীয় স্থানে CPIM প্রার্থী। চতুর্থ স্থানে Congress প্রার্থী।আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে।

আরও পড়ুন: বালিগঞ্জে এগিয়ে বাবুল, পাল্লা ভারী হচ্ছে সায়রা শাহ হালিমের

Advertisement

‘আসানসোলে ক্রমাগত নিজের মার্জিন বাড়িয়ে চলেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের তুলনায় প্রায় ৭৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। প্রথম রাউন্ডের শেষে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী।