দেশের খবর
জাতীয় প্রতীক অশোক স্তম্ভ পাল্টাছেন মোদি, কেন্দ্রের বিরোধিতায় সরব মহুয়া মৈত্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার দিল্লিতে সংসদ ভবনের কাছেই নতুন আরও একটি সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই সংসদ ভবন উদ্বোধনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ছড়াল বিতর্ক। সৌজন্যে তৃণমূল। জাতীয় প্রতীকের অবমাননা করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
জানা গিয়েছে, সোমবার দিল্লিতে নতুন সংসদভবনের মাথায় ৯৫০০ কেজির অশোক স্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই নতুন অশোক স্তম্ভ নিয়েই ছড়িয়েছে বিতর্ক। এই বিষয়ে তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র এবং জওহর সিরকার বলেন, ”সংসদ ভবনের চূড়ায় বসানো নতুন অশোক স্তম্ভ পাল্টাছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির নতুন সংসদ ভবনের উপরে অশোক স্তম্ভের সিংহ রাজধানীতে একটি “আক্রমনাত্মক” এবং “অসমানুপাতিক” উপমা স্থাপন করে। জাতীয় প্রতীককে অপমান করেছেন প্রধানমন্ত্রী মোদি”।
আরও পড়ুন: নতুন সংসদ ভবনের মাথায় বসল ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, উদ্বোধন প্রধানমন্ত্রীর
— Mahua Moitra (@MahuaMoitra) July 12, 2022
টুইটারে রাজ্যসভার সাংসদ জওহর সরকার বলেছেন, ”আমাদের জাতীয় প্রতীক, রাজকীয় অশোকন সিংহের অপমান। অরিজিনাল বাম দিকে আছে, সুন্দর, নিয়মিত আত্মবিশ্বাসী। ডানদিকে মোদির সংস্করণ, নতুন সংসদ ভবনের উপরে রাখা হয়েছে — স্নার্লিং, অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক এবং অসামঞ্জস্যপূর্ণ। লজ্জা! অবিলম্বে এটি পরিবর্তন করুন”।
আরও পড়ুন: মানসিক অবসাদের জের! স্ত্রী-কন্যার সামনেই রিভলভার চালিয়ে আত্মঘাতী CRPF জওয়ান
লোকসভা সাংসদ মহুয়া মৈত্র অশোকের সিংহ রাজধানী-এর পাশাপাশি একটি ছবি টুইট করেছেন। সেই ছবি পোস্ট করার পাশাপাশি নতুন সংসদ ভবনের ছাদে স্থাপিত ব্রোঞ্জ এবং পোড়া কাস্টের সঙ্গে অতীতের একটি ভাস্কর্যের তুলনা করেছেন। এর আগে, টিএমসি সাংসদ জওহর সরকার বলেছিলেন যে, ”সাংসদরা, যারা এই বিল্ডিংটি করবেন, তাদের সঙ্গে কখনই পরামর্শ করা হয়নি, এবং অভিযোগ করা হয়েছে যে, মোদি এখন আমাদেরকে তার ক্রনি আর্কিটেক্ট দ্বারা অত্যধিক খরচে ডিজাইন করা একটি মধ্যম স্থাপত্য দিয়ে ঝাঁপিয়ে পড়বেন”।
Insult to our national symbol, the majestic Ashokan Lions. Original is on the left, graceful, regally confident. The one on the right is Modi’s version, put above new Parliament building — snarling, unnecessarily aggressive and disproportionate. Shame! Change it immediately! pic.twitter.com/luXnLVByvP
— Jawhar Sircar (@jawharsircar) July 12, 2022
উল্লেখ্য, জাতীয় প্রতীকটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। ওজন প্রায় 9,500 কেজি এবং উচ্চতায় 6.5 মিটার। এটি নতুন সংসদ ভবনের কেন্দ্রীয় ফোয়ারের মাথায় তৈরি করা হয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, স্তম্ভটিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রায় 6,500 কেজি ওজনের একটি ইস্পাতের কাঠামো তৈরি করা হয়েছে। সোমবার তারই আবরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।