বাংলার খবর
বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন: ৭৮৭২ ভোটে এগিয়ে বাবুল, দ্বিতীয় স্থানে CPIM

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গ্রীষ্মের তপ্ত দিনে চড়ছে ভোটের পারদ। ভাগ্য নির্ধারিত হবে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা নির্বাচনের প্রার্থীদের। সকাল থেকেই ভোট গণনা ঘিরে রয়েছে টানটান উত্তেজনা। কোনদিকে এগোবে ভোটের ফল সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।
এদিকে বালিগঞ্জ বিধানসভা নির্বাচনের নবম রাউণ্ডের গণনায় বাবুল সুপ্রিয় ২৮৬৩৫, দ্বিতীয় স্থানে CPIM-এর সায়রা শাহ হালিম২০৭৬৩, কংগ্রেসের কামরুজ্জামান চৌধুরী ৪০৯২ ভোট। BJP-এর কেয়া ঘোষ চতুর্থ স্থানে ৩৬২১।
আরও পড়ুন: ‘দেরীতে হলেও ওনার ঘুম ভেঙেছে’, লকেটের নিশানায় তৃণমূল সাংসদ
বালিগঞ্জে দশম রাউণ্ডের গণনা শেষ। এগিয়ে রয়েছে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি এগিয়ে রয়েছে ৭৮৭২ ভোটে। দ্বিতীয় স্থানে উঠে এলো CPIM। তৃতীয় স্থানে Congress প্রার্থী কামরুজ্জামান চৌধুরী।
আরও পড়ুন: মাথাচাড়া দিচ্ছে মাওবাদী আতঙ্ক, জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট
অন্যদিকে আসানসোলে দ্বিতীয় রাউণ্ডে এগিয়ে TMC। সেখানে ১৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল উত্তর বিধানসভাতেও এগিয়ে TMC। আসানসোলের কুলটি বিধানসভায় এগিয়ে BJP। আসানসোলে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বারাবনিতেও এগিয়ে রয়েছে তৃণমূল। তবে আসানসোল দক্ষিণ বিধানসভায় এগিয়ে বিজেপি। রাণিগঞ্জে এগিয়ে আছে BJP।