দেশের খবর
সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করেই জলপাইগুড়ির এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণির মৌখিক পরীক্ষা নেওয়ার অভিযোগ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে করোনার বেলাগাম সংক্রমণের জন্য গত ৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কঠোর বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু করোনার বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে জলপাইগুড়ি শহরের অসম মোড়ের এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণির মৌখিক পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল।
স্কুলের পোষাক না পরে পরীক্ষার্থীদের স্কুলে আসতেও নির্দেশ দিয়েছিল স্কুল কতৃপক্ষ। পরীক্ষা দিতে স্কুলে ঢোকার মুখে কোনও থার্মাল স্ক্যানিং বা স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়নি বলেও অভিযোগ ওঠে। এই খবর সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের হুমকির মুখেও পড়তে হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। অভিভাবকরা হুমকি দেওয়ার পাশাপাশি নিগ্রহ করার পাশাপাশি মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। এতে স্কুল কতৃপক্ষেরও প্রত্যক্ষ উস্কানি ছিল। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তখন অভিভাবকরা পালিয়ে যান। বারবার অনুরোধ করার পরও স্কুলের প্রিন্সিপাল দেখা করতে বা কথা বলতে রাজি হননি।
পরে তিনি জানান পরীক্ষা নয়, প্রজেক্ট জমা দিতেই স্কুলে এসেছে ছাত্র-ছাত্রীরা। যদিও পড়ুয়া এবং অভিভাবকরা স্পষ্ট জানিয়েছেন মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এক অভিভাবক জানিয়েছেন, ‘মঙ্গলবার স্কুলের পক্ষ থেকে মেসেজ পাঠিয়ে জানানো হয় বুধবার প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে এবং কী মৌখিক পরীক্ষাও রয়েছে। এবং ছাত্র-ছাত্রীদের স্কুল ইউনিফর্ম না পরে আসতেও নির্দেশ দেওয়া হয়। কোনও উপায় না থাকায় বাধ্য হয়েই আমরা এসেছি। ভয় তো অবশ্যই করছে। কিন্তু ছেলে-মেয়েদের ভবিষ্যতের একটা ব্যাপার রয়েছে। কী করব, আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।’