দেশের খবর
মহারাষ্ট্রে ৪৮১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। দেশে সর্বাধিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। একের পর এক চিকিৎসক, নার্স, পুলিশকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে মহারাষ্ট্রে ৪৮১ জন আবাসিক চিকিৎসকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের আবাসিক চিকিৎসকদের সংগঠনের সভাপতি ডা: অবিনাশ দাহিফালে। উল্লেখ্য, দৈনিক সংক্রমিতের সংখ্যার নিরিখে দেশে এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৩৪ হাজার ৪২৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ২২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জনের সংক্রমণ ধরা পড়েছে।
মঙ্গলবার ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন সংক্রমিত হয়েছিলেন। সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৭৭। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯ জন। পজিটিভিটি রেট ১১.০৫ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮। গতকাল সেই সংখ্যাটা ছিল ৪ হাজার ৪৬১।