ভোটের অশান্তিতে তৃণমূলের কেউ জড়িত থাকার প্রমাণ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অভিষেকের
Connect with us

বাংলার খবর

ভোটের অশান্তিতে তৃণমূলের কেউ জড়িত থাকার প্রমাণ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অভিষেকের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক কিংবা নির্বাচনী প্রচার বা রোড শো- সব জায়গাতেই দলের স্বচ্ছ ভাবমূর্তিকে ধরে রাখতে কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ নির্বাচন করার বার্তা দিয়েছিলেন।

শুধু তাই নয়, দলের কোনও কর্মী-সমর্থক ভোটে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে বা বাধা দিলে, তাকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা পুরভোটের ভোট গ্রহণ শুরু হতেই একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে। একাধিক বুথে বিরোধীরা ভোট লুঠ, বুথ জ্যাম, এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। রবিবার দুপুরে মিত্র ইন্সটিটিউশনে ভোট দিতে এসে নিজের অবস্থানে অনড় রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বলেছেন, অশান্তিতে তৃণমূল জড়িত আছে প্রমাণ দিতে পারলে দল ব্যবস্থা নেবে। কারও বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ পেলে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বলেছেন, ‘সংবাদমাধ্যমের কাছে কোনও ঘটনার ভিডিও ফুটেজ থাকলে সেগুলো পাবলিক ডোমেনে আনুন। প্রমাণ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের কেউ, কোথাও, কোনও জড়িত আছে প্রমাণ দিতে পারলে, যার বিরুদ্ধেই হোক না কেন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলীয় স্তরেও ব্যবস্থা নেওয়া হবে। কলকাতায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে।

Advertisement

ত্রিপুরায় যে বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে, কলকাতায় তেমন কিছুই হয়নি। কেউ যদি এজেন্ট দিতে না পারেন, সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। পুরভোটের ফল কী হতে পারে তার আঁচ পেয়ে মুখ বাঁচাতে সন্ত্রাসের অজুহাত দিচ্ছে বিজেপি। পরশু গণনায় যদি তৃণমূল ১৩০-এর উপর আসন পায় তাহলে বিজেপিকে তো একা অজুহাত দিতে হবে।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.