বাংলার খবর
আক্রান্ত ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ফৈয়জ আহমেদ খান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার দুপুরে আক্রান্ত হলেন ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ফৈয়জ আহমেদ খান। সিপিএম প্রার্থীর অভিযোগ করেছেন, একটি কেন্দ্রে ছাপ্পা ভোট হচ্ছে শুনে সেখানে গেলে শাসক দলের কর্মী-সমর্থকদের তাকে বেধড়ক মারধর করে। তাঁর শারীরির একাধিক অংশ কেটে গিয়েছি।
তৃণমূলের প্রায় ২০০-৩০০ বাইক বাহিনী এসে সন্ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ সিপিএম প্রার্থীর। তার গাড়ি ভাঙচুর করা হয়। এরপরই ভাঙ্গা গাড়ি এবং বাম কর্মী, সমর্থকদের নিয়ে খিদিরপুর মোড়ে অবস্থান-বিক্ষোভ বসে পড়েন ফৈয়জ আহমেদ খান। তিনি বলেছেন, ‘সকাল থেকেই তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে।
ভোট লুট করছে। আমার ওয়ার্ডের একটি বুথে ছাপ্পা ভোট হচ্ছে শুনে আমি সেখানে গিয়েছিলাম। এবং তার প্রতিবাদ করাতে আমাকে সেখানে বেধড়ক মারধর করা হয়। আমার গাড়ির কাচ ভেঙে দেয়া হয়েছে। পুলিশের সামনেই সমস্ত ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় অবস্থান-বিক্ষোভ করছি।’ যদিও এই নিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।