ধূপগুড়িতে দলীয় কর্মসূচি অভিষেকের, আটসাটো নিরাপত্তায় চলছে প্রস্তুতি
Connect with us

বাংলার খবর

ধূপগুড়িতে দলীয় কর্মসূচি অভিষেকের, আটসাটো নিরাপত্তায় চলছে প্রস্তুতি

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন। ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে বেলা ২ টা নাগাদ সভা করতে আসবেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফুটবল ময়দানের অর্ধেকাংশ জুড়ে শেড এবং মঞ্চ তৈরি করা হয়েছে। গরমের হাত থেকে কর্মীদের রেহাই পেতে শেডের ব্যবস্থা রয়েছে।

এছাড়াও মূল মঞ্চের পাশের আরও দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কর্মীদের নিয়ে এই সভা বলে জানা গিয়েছে। ২১ জুলাইয়ের শহীদ দিবসের আগে কর্মীদের বার্তা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মীসভা। সোমবার এই মঞ্চের নিরাপত্তার খুটিয়ে দেখার পর সকাল থেকে মঞ্চের ও অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি সাড়া হয়েছে নিখুত ভাবে। দমকল, বন্যপ্রান বিভাগ সহ বিভিন্ন দফতরকে তৈরি রাখা হয়েছে। শহর জুড়ে দলীয় পতাকা, পোস্টার, হোর্ডিং ব্যানারে সেজে উঠেছে।

অন্যদিকে, আজই চার দিনের পাহাড় সফরে দার্জিলিংয়ে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ম্যাল চৌরাস্তায় এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই শপথ নেন BGPM প্রধান অনীত থাপা। তারপর একে একে মোট ৪৫ জন্য সদস্য এদিন শপথ নেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.