ইলেক্ট্রিক শকে মৃত ১
Connect with us

বাংলার খবর

ইলেক্ট্রিক শকে মৃত ১

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইলেক্ট্রিক শক খেয়ে মৃত ভিন জেলার টাইলস পাথরে কাজ করা ১ মিস্ত্রির। মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম সর্দা, তাঁর বয়স ৫৪ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার কেনিং থানা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ইলেক্ট্রিক শক খেয়ে মৃত্যু হয় ক্ষুদিরাম সর্দার। সিহাস রামকৃষ্ণ মিশনে মোজাইক পাথরের কাজ চলাকালীন ইলেক্ট্রিক শক খেয়ে মৃত্যু হয়। জানা গিয়েছে, কাজের সূত্রে সহকর্মীদের নিয়ে নানান জেলায় টাইলস-পাথরের কাজ করতেন তিনি। কোতুলপুর থানার অন্তর্গত সিহাস রামকৃষ্ণ মিশনে বিগত কয়েকদিন ধরেই কাজ করছিলেন ৪ জন সহকর্মী। কিন্তু আজ সকালে কাজ চলাকালীনই মৃত্যু হয় তাঁর।

প্রত্যক্ষদর্শীদের মতে, আলাদা ঘরে কাজ করছিলেন ক্ষুদিরাম। চা খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখা যায় ইলেক্ট্রিক তার সমেত মেঝেতে লুটিয়ে পড়ে আছে সে। এরপরই তাঁকে স্থানীয় কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

Advertisement