দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ২ মহিলা
Connect with us

বাংলার খবর

দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ২ মহিলা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার সহ দুই মহিলাকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দফতরের আধিকারিকরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওই সোনাগুলি উদ্ধার করা হয়।

সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ মহিলাকে। পুলিশ জানিয়েছেন, ধৃতরা হল মৌসুমী অধিকারী ও লিনা গোস্বামী। ধৃতদের একজন উত্তর চব্বিশ পরগণার বারাসাত এবং অপরজন বাগদার বাসিন্দা। এই বিষয়ে

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল সুরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা শাখার (ডিআরআই) যৌথ অভিযান চালায়। সেখান থেকে ডাউন গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের বাতানুকূল কামরা থেকে ওই দুই মহিলাকে প্রথমে আটক করে তল্লাশি চালানো হয়।

Advertisement

আরও পড়ুন: SI পদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালানোর সময় ধৃতদের কাছ থেকে একটি কালো রঙের ক্যারিব্যাগ উদ্ধার করা হয়। জুতোর ওই ব্যাগ থেকেই জুতোর মধ্যে রাখা ছিল সোনার বিস্কুটগুলো। এদিন ১৬ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। বিস্কুটগুলির মোট ওজন আড়াই কিলোগ্রাম। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। প্রাথমিক তদন্তে ডিআরআইয়ের অনুমান সোনার বিস্কুটগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুন: সৌরভের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement

এদিকে, গ্রামের দুই পরিবারের গন্ডগোলের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল। পঞ্চায়েত সদস্যর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আহত আরও ৪ জন। দুষ্কৃতীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও অভিযুক্তদের ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরপর পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শুক্রবার ডোমজুরের ডাশি এলাকার ঘটনা।