বাংলার খবর
ফের বাড়ল অস্বস্তি, কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া? জানুন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার সকাল থেকে ফের অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। এখনই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদিও কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘণ্টায় এক-দু পশলার বেশি বৃষ্টি হয়নি। তবে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়।
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত ৭২ ঘণ্টার তুলনায় আজ কিছুটা কমবে বৃষ্টির ব্যাপকতা। পার্বত্য সহ তরাইয়ের জেলা এবং দুই দিনাজপুর এবং মালদায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে দু-এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা তে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বর্জ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি শিলিগুড়িতে। সোমবার মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায়। কয়েক ঘণ্টার বৃষ্টির জেরে শহরের হাকিমপাড়া, কলেজপাড়া, মিলনপল্লি, শক্তিগড়, শান্তিনগর, অশোকনগর, ভানুনগর-সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়। এতে বিপত্তি বাড়ে ওই এলাকার বাসিন্দাদের। আবহাওয়া দফতর জানিয়েছে মাত্র তিন ঘণ্টায় দেড়শো মিলিমিটার বৃষ্টি হয় শহরে।