দেশের খবর
নিষিদ্ধ সুতোয় গলা জড়িয়ে প্রাণ দিলেন সাত বছরের শিশু কন্যা
ঐ শিশু বাবার সাথে বাইকে করে ঘুরতে বেরিয়েছিল

বেঙ্গল এক্সপ্রেস: চীনা মাঞ্জা সুতোর ওপর বেশ অনেক আগে থেকেই নিষেধাজ ছিল। নিষেধাজ্ঞা থাকার সত্বেও কি করে এমন কাজ করতে পারে দোকানদারেরা। ঘুড়ির সুতো হিসেবে বিক্রি করা হচ্ছে এই চীনা মাঞ্জা।
সম্প্রতি এক ঘটনায় দেখা গিয়েছে যে চীনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশু কন্যার। সাত বছরের ঐ শিশু বাবার সাথে বাইকে করে ঘুরতে বেরিয়েছিল। আর শিশুটি বসেছিল বাইকের সামনে আর হঠাৎ করে একটি ঘুড়ির সুতো গলার মধ্যে পেচিয়ে গিয়ে গলার নলিটি কেটে যায়। আর তৎক্ষণাতেই প্রাণ হারিয়ে ফেলে ওই শিশু কন্যা। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির পশ্চিম বিহারে।
আরও পড়ুন- মুক্তি পেতে চলেছে ক্রিস্টোফার নোলানের “ওপেনহেইম্যার”, পাশাপাশি একই দিনে মুক্তি পেতে চলেছে “বার্বি”
ঘটনা স্থলে সঙ্গে সঙ্গে পুলিশ হাজির হয় এবং গ্রেপ্তার করেন ৭ জন দোকানদারকে। যারা এই চীনা মাঞ্জা সুতো বিক্রি করছিল।