বিদেশের খবর
মুক্তি পেতে চলেছে ক্রিস্টোফার নোলানের “ওপেনহেইম্যার”, পাশাপাশি একই দিনে মুক্তি পেতে চলেছে “বার্বি”
“ওপেন হেইমার” মুভিটাতে জে. রবার্ট ওপেন হেমারের জীবনী নিয়ে করা। যাকে বলা হয় অ্যাটমিক ফিজিক্সের জনক

বেঙ্গল এক্সপ্রেস: আজ একুশে জুলাই মুক্তি পেতে চলেছে হলিউড তারকা ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি “ওপেনহাইমার”। “ওপেন হেইমার” মুভিটাতে জে. রবার্ট ওপেন হেমারের জীবনী নিয়ে করা। যাকে বলা হয় অ্যাটমিক ফিজিক্সের জনক। যিনি ওয়ার্ল্ড ওয়ার ২ তে ইউএসের জন্য ফার্স্ট নিউক্লিয়ার বোম বানিয়ে ছিলেন।
এই সিনেমার কাস্টিং এর জন্য মানা হয়েছিল অনেক কঠিন পদক্ষেপ। এমনকি যারা এই মুভি সাইন করেছিলেন তারা কেউই জানতো না যে তাদেরকে কোন রোল দেওয়া হচ্ছে। তবে এতদিন পর তো আমরা প্রায় সবাই জেনে গিয়েছি যে “ওপেনহেইমার” মুভিতে মুখ্য চরিত্র “পিকি ব্লাইন্ডস” খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি করতে চলেছেন। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে মার্বেল এর “টনি স্টার্ক” খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র, ব্যাট ডেমন, এমিলি ব্লান্ট এর মতো অনেক বড় বড় অভিনেতারা। জে রবার্ট ওপেন হাইমারের যুদ্ধ প্রেক্ষাপটে এইটাই প্রথম অভিনয়। যুদ্ধ নিয়ে এর আগেও তিনি অনেক সিনেমা হলিউড কে দিয়েছেন।
আরও পড়ুন- গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম তোলার জন্য অন্ধ হতেও রাজি ছিলেন নাইজেরিয়ার এক যুবক
তবে সব থেকে বড় বিষয় হচ্ছে যে, একই দিনে মুক্তি পেতে চলেছে আরো একটি মুভি “বার্বি”। বার্বি এবং ওপেন হাইমার এই মুভি দুটি নিয়ে হচ্ছে অনেক সমালোচনা। যদিও ওপেনহীমার মুভির বাজেট ১০০ মিলিয়ন ডলার তাই বেশি চাপ নেই ওপেন হেইমারের উপর। আড়াইশো মিলিয়ন ডলার উঠাতে পারলেই হবে ওপেন হেইমারের। ক্রিস্টোফার নোলানের এই প্রথম সব থেকে কম বাজেটের মুভি। তারপরও এই মুভির মধ্যে যেসব কারোকার্যতা করা হয়েছে তা সত্যিই অনেক অস্বাভাবিক কর। যদিও পরিচালক বিভিন্ন স্ট্যান্ডগুলোকে সিক্রেটলি রেখেছেন। যাইহোক দেখা যাক কোন মুভি বক্স অফিসে বেশি হিট করে “বার্বি” নাকি “ওপেনহেইমার”।