দেশের খবর
দেশের ১৫ শতাংশ মানুষের বার্ষিক আয় ৫ হাজার টাকার নিচে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই বলুন ‘সবকা সাথ সবকা বিকাশ’, কিন্তু দেশে কি আদৌ সকলের বিকাশ হয়েছে? কিন্তু ২০২২ সালের ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট অন্য কথাই বলছে। ভারতের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট দুর্বল এবং বৈষম্যমূলক বলেই উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে। সেই রিপোর্টে বলা হয়েছে আর্থিক আয়ের ভিত্তিতে দেশের প্রথম সারির ১০ শতাংশের হাতে রয়েছে দেশের ৫৭ শতাংশ সম্পদ। সমথেকে নিচে থাকা ৫০ শতাংশের হাতে রয়েছে জাতীয় আয়ের মাত্র ১৩ শতাংশ। জাতীয় আয়ের ২২ শতাংশ রয়েছে দেশের মোট জনসংখ্যার এক শতাংশের হাতে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ তথ্য হল, দেশের ১৫ শতাংশ মানুষের বার্ষিক আয় ৫ হাজার টাকার নিচে! সম্প্রতি একটি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, যাঁদের মাসিক রোজগার ২৫ হাজার টাকা অথবা বার্ষিক রোজগার ৩ লক্ষ টাকার সমান, তাঁরা মোট আয়ের ভিত্তিতে দেশের সেরা ১০ শতাংশের মধ্যে রয়েছে। দেশের মধ্যে সবথেকে ধনী যাঁরা, তাদের হাতে রয়েছে জাতীয় আয়ের ৫ থেকে ৭ শতাংশ সম্পদ।
এই পরিস্থিতির মধ্য রাত্রির দেশের মানুষের রোজগার ক্রমশ কমছে। কমছে চাকরি। গরিবী বাড়ছে। গত দুই বছরে করোনার কারণে লকডাউনে তা ভয়ঙ্কর রূপ নিয়েছে। নতুন করে অনেক মানুষ কর্মহীন হয়েছেন। আর ক্রমবর্ধমান দারিদ্রতা দেশের সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলছে। তাই দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে অর্থনীতিবিদদের। তাহলে কি ভারত আর্থিক মন্দার থেকে হাঁটছে? এই জল্পনাই ক্রমশ বাড়ছে।